সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
নৈহাটিতে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ৪৯ হাজার ১৯৩ ভোটে জয়ী হন তিনি। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৮ হাজার ৬১২। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রূপক মিত্র মাত্র ২৯ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।
একই চিত্র ফুটে উঠেছে সিতাইতেও। সেখানে ১ লাখ ৩০ হাজার ৪৬৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপক কুমার রায়ের থেকে তিনি প্রায় ৫গুণ বেশি ভোট পেয়েছেন।
অন্যদিকে, মাদারিহাটও খোয়া গিয়েছে বিজেপির হাত থেকে। এই উপ নির্বাচনে পদ্ম শিবিরের একমাত্র শক্ত ঘুঁটি ছিল এই মাদারিহাট। কিন্তু সেখানেও হালে পানি পেল না বিজেপি। মাদারিহাটে ২৮ হাজার ১৬৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
এছাড়াও, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরাতেও জয়জয়কার ঘাসফুল শিবিরেরই। হাড়োয়াতে নিকটতম প্রতিদ্বন্দ্বী আইএসএফ প্রার্থীর তুলনায় ১ লক্ষ ৩১ হাজার ২৮৪টি বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। মেদিনীপুর, তালডাংরাতেও উৎসবের মেজাজে ঘাসফুল শিবির। মেদিনীপুরে ৩৩ হাজার ৯৯৬ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ও তালডাংরাতে ৩৪ হাজার ৮২ ভোটে জয়ী হয়েছে ঘাসফুল শিবির।