সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
‘রূপশ্রী’ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (এনআইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে এই প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্কতা নিতে বলা হচ্ছে। ‘রূপশ্রী’ পোর্টালে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা এনআইসি জানিয়েছে। পাসওয়ার্ড ও সফ্টওয়ারে বেশ কিছু পরিবর্তন করতে বলেছে তারা। জালিয়াতি, অনিয়ম আটকানোর জন্য বিশেষ ধরনের কয়েকটি সফ্টওয়ার ব্যববহার করতে বলা হয়েছে। সফ্টওয়ার, অপারেটিং সিস্টেম, ব্রাউজার প্রভৃতি ‘আপডেট’ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। সেই সঙ্গে গোটা ব্যবস্থাপনার উপর নজরদারি বাড়াতে বলা হয়েছে।
ট্যাব বা ‘কন্যাশ্রী’ প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে স্কুল-কলেজগুলির বড় ভূমিকা থাকে। কিন্ত ‘রূপশ্রী’ প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া সরকারি অফিস থেকেই তদারকি করা হয়। বিডিও অফিস যুক্ত থাকে এই ব্যবস্থায়। এছাড়া, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে চাষিদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়টি দেখভাল করে কৃষিদপ্তর। ধান বিক্রির টাকা চাষিদের অ্যাকাউন্টে পাঠায় খাদ্যদপ্তর। এসব প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও এবার বিশেষ নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে। ‘কৃষকবন্ধু’ প্রকল্পের অনুদান ও ধান বিক্রির টাকা পাঠানোর জন্য এবার তৎপরতা বাড়বে দুই দপ্তরের স্থানীয় অফিসগুলিতে।