সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
মাস কয়েক পরেই যেখানে বসবে বাঙালির প্রাণের বইমেলা, সেখানেই একটু আগেভাগে আরও এক উৎসবের আমেজ। ঠিক বোধনের মতো। সম্পূর্ণ আয়োজনের নাম ‘বাংলার নবজাগরণ’। উদ্যোগে বেঙ্গল বিজনেস কাউন্সিল।
কী কী থাকছে মেলায়? শাড়ি থেকে শুরু করে অন্যান্য পোশাক ও ফ্যাশনদুরস্ত গয়নাগাটি থেকে শুরু করে সোনার গয়না পর্যন্ত কিনতে পারবেন ক্রেতারা। আছে শহরের নামজাদা মিষ্টান্ন বিক্রেতাদের হরেক মিষ্টির আয়োজনের পাশাপাশি নামী রেস্তরাঁর খাবার। যাঁরা ঘর সাজাতে পছন্দ করেন, তাঁদের জন্য রকমারি জিনিসের সম্ভার রয়েছে এখানে। চাইলে মিলতে পারে খোদ কাশ্মীরীদের আখরোট থেকে পশমিনা শালও। থাকছে রান্নার প্রতিযোগিতা, যেখানে থাকছে তাকলাগানো রান্নাবান্না। গাড়ি থেকে শুরু করে চাকরির বাজার। আয়োজন রয়েছে সবকিছুরই। বাঙালির ব্যবসা-চর্চা থেকে শুরু করে নানা আলোচনায় অংশ নিচ্ছেন দিকপাল মানুষজন। তবে সবচেয়ে সেরা আকর্ষণ অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শুরুর দিন চন্দ্রবিন্দুর গান যেমন সবাইকে মুগ্ধ করেছিল, শুক্রবারের সন্ধ্যায় তাতেই অন্যরকম রং দিল ফসিলস। শুধু রূপম ইসলামকে এক ঝলক দেখার জন্য বিকেল থেকেই মেলার মাঠে আছড়ে পড়ল ভিড়। মেলা চলবে আগামী কাল রবিবার পর্যন্ত।