পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
জানা গিয়েছে, দেগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর কালিয়ানি থেকে হরিতলা মাঝেরপাড়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। কয়েকশো পরিবার এই রাস্তাটি ব্যবহার করে। প্রায় ১২০০ মিটার লম্বা ওই রাস্তায় পোস্ট অফিস ও একটি স্কুলও রয়েছে। গ্রামের এই রাস্তা দিয়েই একদিকে তেলিয়া, অন্যদিকে কার্তিকপুর বাজার, টাকি রোডেও সহজে আসা যায়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে গ্রামের এই রাস্তাটির কোনও সংস্কার হয়নি। তৈরি হয় বড় বড় গর্ত। বেহাল সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। এরপর দিদিকে বলো তে আবেদন করার পর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এই রাস্তা তৈরি হয়েছে। জেলা পরিষদ থেকে এজন্য খরচ হয়েছে ৩৩ লক্ষ ৮৪ হাজার ৪৯৮ টাকা। কিন্তু কাজ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হওয়ার ফলেই এই অবস্থা।
স্থানীয় বাসিন্দা শম্ভু পাল, মহম্মদ ইব্রাহিমরা বলেন, দু’দিন আগেই সংস্কারের কাজ শেষ হয়েছে। এদিন সকালে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখি, পিচ উঠে যাচ্ছে। কালিয়ানির বাসিন্দা সাহা আলম মণ্ডল বলেন, আমি রাস্তা সংস্কারের দাবি নিয়ে দিদিকে বলো তে আবেদন করেছিলাম। কিন্তু কাজ শেষের তিনদিনের মধ্যেই দেখছি পিচ উঠে যাচ্ছে রাস্তা থেকে। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বিষয়টি শুনলাম। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।