পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৪ নভেম্বর অপহৃত হয় দুই বোন। নাবালিকাদের বাবা বনগাঁ থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর তদন্তে নেমে বনগাঁ থানার পুলিস জানতে পারে, দুই বোনকে কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়েছে অভিযুক্তরা। এরপর নাসিকের কালোয়ানপুর থানা এলাকায় তাদের খোঁজ মেলে। স্থানীয় পুলিসের সহযোগিতায় বনগাঁ থানার অফিসাররা গত ২৬ তারিখ দুই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে, দুই বোনকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। উদ্ধার হওয়া দুই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দুই বোনের সঙ্গে পরিচয় হয় বাপন ও সুমনের। তারপর ফোনেও বেশ কয়েকবার কথা হয় তাদের। দুই বোনকেই ভিন রাজ্যে ভালো কাজের প্রলোভন দেয় অভিযুক্তরা। সেই মতো ১৪ তারিখ তারা ভোরে বাড়ি থেকে বেরিয়ে আসে। সকালে উঠে মেয়েদের দেখতে না পেয়ে থানায় খবর দেন বাবা। তদন্তে নামে বনগাঁ থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক বোন বাইরে থেকে এক বান্ধবীকে ফোন করে জানায়, আমাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে। সেই ফোনের সূত্র ধরে পুলিস নাসিক থেকে তাদের উদ্ধার করে। এই ঘটনায় অপহরণের পাশাপাশি পুলিসের পক্ষ থেকে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।