সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁর ফুসফুসে সমস্যা ছিল। শারীরিক ভাবেও অসুস্থ ছিলেন। গতকাল রাত ১২টা নাগাদ হঠাৎই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও সে সুযোগ পরিবারকে দেননি কবি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, আজ রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে অরুণ চক্রবর্তীর দেহ। সেখানে তার গুণগ্রাহীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তাঁর অমর সৃষ্টি গানই লোকমুখে তাঁকে চিরকাল জনপ্রিয় থুড়ি অমর করে রাখবে।