সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
গতকাল কলকাতায়, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭.৮ ডিগ্রি ও ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি বেশি। গতকাল ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
তবে, কলকাতায় তাপমাত্রা এখনও ১৮ ডিগ্রির নীচে না নামলেও জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ১৪ ডিগ্রিতে নেমে এসেছে। পুরুলিয়া, দুই মেদিনীপুরে সকাল থেকে ব্যাপক কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। দুই জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, আগামী সপ্তাহ থেকে এই তাপমাত্রা আরও কমবে।