সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহানকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। সেই সঙ্গে জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দল। তারপর চলতি বছরের ২ মার্চ জেলা পরিষদে ভবনে তাঁর নামের বোর্ড সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত কোনও কর্মাধ্যক্ষ নিয়োগ হয়নি। কিন্তু, তড়িঘড়ি বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের জায়গায় নতুন কর্মাধ্যক্ষ বসানো নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই পদে কে আসবেন, তা নিয়েও চলছে জল্পনা। এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের বিরুদ্ধে স্থায়ী সমিতির সদস্যরা অনাস্থা এনেছিলেন। সেই মতো আইন মেনে এদিন নতুন কর্মাধ্যক্ষ নির্বাচন করা হল।’ শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’