বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কালকাজি: ‘বাহুবলী’ প্রার্থীর কুকথাই বিড়ম্বনা পদ্ম পার্টির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই দিল্লিতে ভোটগ্রহণ। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র কালকাজিতে ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে ত্রিমুখী লড়াইয়ের ছবি। এই আসনেই প্রার্থী হয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ‘বাহুবলী’ রমেশ বিদুরি। অন্যদিকে, অলকা লাম্বাকে কংগ্রেস প্রার্থী প্রার্থী করেছে। যিনি আগে আপে ছিলেন।
ভোটের প্রচারে অন্যতম ইস্যু বিদুরির সাম্প্রতিক নানা বিতর্কি মন্তব্য। যা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। প্রতিপক্ষের পাশাপাশি নিজের এই ইমেজের বিরুদ্ধেও লড়তে হচ্ছে বিজেপি প্রার্থীকে। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ফ্রেন্ডস কলোনির মনোজ সিপ্পি, বিনয় ডাঙরার মতো অনেকেই চান একজন বিধায়কের মধ্যে পরিমার্জিত, পরিশীলিত ব্যাপার থাকা প্রয়োজন। এই মাপকাঠিতে বিজেপি প্রার্থীকে কোনওমতেই এগিয়ে রাখা যাবে না। আবার সমীর দীক্ষিতের মতো অনেকে বলছেন, বিধায়ক ডাকাবুকো না হলে এলাকার উন্নয়ন অধরাই থেকে যাবে।
বিজেপিকে প্যাঁচে ফেলতে রমেশ বিদুরিকে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচার করছে দিল্লির শাসক দল আপ। কিন্তু এই কৌশল শেষমেশ দলকেই বিপাকে ফেলে দেবে না তো? ঘোর অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল। কারণ আপ জিতলে  আতিশীর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে সংশয় আছে। এদিকে, কালকাজি বিধানসভা এলাকার অন্যতম বড় সমস্যা জল জমা। বিশেষত মহারানিবাগ, নিউ ফ্রেন্ডস কলোনির মতো এলাকায় বর্ষা হলেই হাঁটু জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ। নির্বাচনী প্রচারে এই সমস্যাগুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছে কংগ্রেস। প্রচারে রীতিমতো ‘অ্যাডভান্টেজ’ হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেস প্রার্থীর বাগ্মিতা। অন্তত এমনই মূল্যায়ন দলের। এখানে বহু এলাকাতেই এখনও রয়ে গিয়েছে অবৈধ কলোনি। একে হাতিয়ার করছে কংগ্রেস। প্রার্থীর অভিযোগ, কেন্দ্রে বিজেপি সরকার বা দিল্লিতে আপ সরকার, কেউই এই ব্যাপারে নজর দেয়নি। তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সোমবার শেষদিনের প্রচারে কালকাজিতে সভা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা