বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জাতীয় সড়কে অভিন্ন টোল নীতির ভাবনা, জানালেন নীতিন গাদকারি

নয়াদিল্লি: জাতীয় সড়কে অভিন্ন টোল নীতি চালুর পরিকল্পনা নিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি। বিভিন্ন জাতীয় সড়কে মাত্রাতিরিক্ত টোলের অভিযোগ ঘিরে অসন্তোষ দেখা দিচ্ছে। এদিন এপ্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অভিন্ন টোল নীতি নিয়ে চিন্তাভাবনা চলছে। এর জেরে টোল সংক্রান্ত সমস্যা মিটবে।’ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী জানান, বর্তমানে ভারতের হাইওয়ে পরিকাঠামো আমেরিকার সমতুল। জানা গিয়েছে, প্রাথমিকভাবে জাতীয় সড়কে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম নির্ভর টোল সংগ্রহ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। এক্ষেত্রে টোল প্লাজায় কোনও ব্যারিয়ার থাকবে না। 
২০১৯-২০২০ সালে টোল বাবদ ২৭ হাজার ৫০৩ কোটি টাকা আদায় করেছিল কেন্দ্র। ২০২৩-২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮০৯ কোটি টাকা। অর্থাৎ ৩৫ শতাংশ বেশি। এখানেই শেষ নয়। সরকারি সূত্রে খবর, ২০২০-২১ অর্থবর্ষে প্রতিদিন ৩৭ কিমি রাস্তা নির্মাণ করতে সক্ষম হয়েছিল মন্ত্রক। গাদকারি জানিয়েছেন, এবার সেই রেকর্ড ভাঙা সম্ভব হবে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত প্রায় ৭ হাজার কিমি রাস্তা নির্মাণ করা হয়েছে। 
এতদিন পর্যন্ত ভারতমালা পরিযোজনার অংশ হিসেবে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত যেকোনও কাজে ছাড়পত্র দিতে পারত মন্ত্রক। তবে এখন আর তা করা যায় না। এবিষয় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এখন কাজের খরচ ১ হাজার কোটি টাকার বেশি হলেই মন্ত্রিসভার অনুমতি নিতে হয়। সম্মতি মিললেই নির্দিষ্ট প্রকল্পের কাজ শুরু হবে।’
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা