বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাজেট বরাদ্দ কমানো থেকে উজ্জ্বলা যোজনায় ভর্তুকি ছাঁটাইয়ের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উজ্জ্বলা যোজনায় ভর্তুকি কি এবার কমতে চলেছে? আগামী  অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রান্নার গ্যাসের উপর ভর্তুকি কমিয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে বাজেট ঘোষণার সময় এলপিজির ভর্তুকির জন্য বরাদ্দ করা হয়েছিল ১১ হাজার ৯২৫ কোটি টাকা। পরে সেই বাজেট বাড়াতে বাধ্য হয় কেন্দ্র। বাড়িয়ে তা করা হয় ১৪ হাজার ৭০০ কোটি টাকা। কেন্দ্রের দাবি, উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার কেনার প্রবণতা বেড়েছে। তা সত্ত্বেও চলতি আর্থিক বছরের জন্য এলপিজিতে ভর্তুকির অঙ্ক ধরা হয়েছে ১২ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ এবার ভর্তুকি বাবদ বাজেট ছাঁটাই হয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা আছে উজ্জ্বলা যোজনাতেই, বলছেন বিশেষজ্ঞরা। তা যদি হয়, তাহলে বিহারের বিধানসভা ভোটের পরই তা কার্যকর হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 
সাধারণ গ্যাস গ্রাহকদের রান্নার গ্যাসের ভর্তুকি একপ্রকার তুলেই দিয়েছে কেন্দ্রীয় সরকার। নামমাত্র ভর্তুকি জোটে গ্রাহকদের। এদিকে উজ্জ্বলা যোজনায় ২০০ টাকা ভর্তুকি চালু রেখেছিল কেন্দ্র। ২০২৩ সালের অক্টোবরে তা ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকায় নিয়ে যায় তারা। এরপর ফের গতবছর মার্চে তারা ঘোষণা করে, চলতি আর্থিক বছর, অর্থাৎ ২০২৪-২৫ সালেও মিলবে উজ্জ্বলায় ৩০০ টাকা ভর্তুকির সুবিধা। গ্রাহকরা বছরে ১২টি সিলিন্ডারে এই সুবিধা পাবেন। যদিও কেন্দ্রের হিসেব, বছরে গড়ে চারটি সিলিন্ডার ব্যবহার করেন উজ্জ্বলা গ্রাহকরা। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, আগামী অর্থবর্ষে কোপ পড়তে পারে ভর্তুকির অঙ্কে। সেক্ষেত্রে বিহারের ভোটপর্ব মিটে গেলে ভর্তুকির অঙ্ক কমানো হতে পারে। তা আবার সিলিন্ডার পিছু ২০০ টাকায় নেমে আসতে পারে। অন্যদিকে, সাধারণ গ্যাস গ্রাহকের জন্য বরাদ্দ ছিটেফোঁটা ভর্তুকিও তুলে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল। কলকাতা ও সংলগ্ন এলাকায় এখন সিলিন্ডার পিছু মাত্র ১৯ টাকার মতো ভর্তুকি পাওয়া যায়।
 
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা