বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

নয়াদিল্লি: সাধারণ মানুষের হাতে টাকার জোগান বাড়ানোর কোনও দীর্ঘমেয়াদি সমাধানের হদিশ মেলেনি এবারের বাজেটে। সাময়িক টোটকা হিসেবে আয়কর ছাড় বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে সবার নজর এখন রিজার্ভ ব্যাঙ্কের দিকে। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মনিটারি পলিসি কমিটির বৈঠক। গোঁত্তা খাওয়া আর্থিক বৃদ্ধিকে কক্ষপথে টেনে তুলতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার সুদ কমানোর পথে হাঁটবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত হ্রাস করা হতে পারে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে কমবে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণ সহ সমস্ত খুচরো ঋণে সুদের হার।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একটি বেসরকারি ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ গৌর সেনগুপ্ত বলেন, ‘আমাদের আশা ফেব্রুয়ারিতে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমবে।’ সুদের হার হ্রাস নিয়ে আশাবাদী ক্রেডিট রেটিং এসেন্সি ইকমার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নাইয়ারও। এদিকে, বাজেটে আয়কর ছাড় বাড়ানোর পরে রেপো রেট কমানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের উপরে নতুন করে পরোক্ষ চাপ দিতে শুরু করেছে মোদি সরকার। রবিবার অর্থসচিব তুহিনকান্ত পান্ডের মতে, সুদ কমানোর এটিই সঠিক সময়। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পণ্যের চাহিদা বাড়াতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এমনকী আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এখন মানুষ আর্থিক নীতির দিকে তাকিয়ে আছে।’
মুদ্রাস্ফীতি মাথাচাড়া দেওয়ায় গত প্রায় পাঁচ বছর সুদ কমানোর ঝুঁকি নেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। বরং ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে রেপো রেট ধাপে ধাপে ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে খুচরো ঋণে সুদের হার আকাশছোঁয়া। চড়া মূল্যবৃদ্ধির বাজারে ইএমআইয়ের কিস্তি দিতে গিয়ে নাজেহাল আম জনতা। যার প্রভাব পড়েছে বাজারে। পণ্যের চাহিদা হ্রাস পাওয়ায় ধুঁকছে উৎপাদন ক্ষেত্র। রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্বভার গ্রহণের পরে এই প্রথম মুদ্রা নীতি ঘোষণা করতে চলেছেন সঞ্জয় মালহোত্রা। ছ’সদস্যের কমিটি কী সিন্ধান্ত নেয়, তা জানা যাবে আগামী ৭ ফেব্রুয়ারি।
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা