বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

উত্তরপ্রদেশের মিরাটে ৩ শিশু সহ পাঁচজনকে খুন 

মিরাট: বাইরে থেকে তালাবন্ধ ঘর। আর ভিতরে পড়ে একই পরিবারের পাঁচ সদস্যের নিথর শরীর। বাবা-মায়ের রক্তাক্ত দেহ বিছানার চাদরে বাঁধা। আর তিন ছোট ছোট শিশুকে খুন করে দেহ খাটের বক্সে লুকিয়ে রাখা। উত্তরপ্রদেশের মিরাটে নৃশংস এই হত্যাকাণ্ডের খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। একইসঙ্গে পড়শি সকলের প্রশ্ন, ওই পরিবারের সঙ্গে কারও বিবাদ ছিল না। তাহলে কে এইভাবে তাঁদের হত্যা করল? দিন কয়েক ধরে ওই পরিবারের কোনও খবর না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে যান গৃহকত্রীর ভাই শামিম। দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। কোনওভাবেই তা খুলতে না পেরে পাড়ার লোকেদের তিনি বিষয়টি জানান। তারপর সকলে ছাদের উপর থেকে ঘরে ঢোকেন। তারপর ভয়াবহ সেই দৃশ্য। তিন শিশু  ও বাবা-মায়ের রক্তাক্ত দেহ। এক প্রতিবেশীর দাবি, খুনি এতটাই নৃশংস যে, মাত্র ১ বছরের শিশুকেও রেয়াত করেনি। 
এসএসপি বিপিন টাডা রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, যে এই কাণ্ড ঘটিয়েছে, সে পরিবারের পরিচিত ছিল বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সূত্রেই একজনকে সন্দেহ করা হচ্ছে। তবে তিনি কে, তা খোলসা করেননি এসএসপি। অন্যদিকে তদন্তকারীদের ধারণা, পুরনো কোনও বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। আসমার ভাই পুলিসকে জানিয়েছেন, এটি তাঁর দিদির দ্বিতীয় বিয়ে। তাঁর জামাইবাবুর দাদা কয়েকবছর আগে জমি কেনার জন্য সাড়ে চার লক্ষ টাকা ধার দিয়েছিলেন। খুনের পিছনে জমি সংক্রান্ত কোনও বিষয় রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
14d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা