বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাজেটে বাংলার ভাগ্যে জুটতে পারে বুলেট ট্রেন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবারের সাধারণ বাজেটে কি বুলেট ট্রেন পেতে চলেছে বাংলা? এমন সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে রেলমন্ত্রক সূত্রে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে থাকতে পারে হাওড়া-বারাণসী হাইস্পিড রেল করিডরের ঘোষণা। তবে শুধুমাত্র বাংলাই নয়, দেশের সম্ভাব্য হাইস্পিড রেল করিডরের তালিকায় থাকতে পারে আরও অন্তত তিনটি রুটের নামও।
যদিও ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এক মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন নিয়েই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রেলমন্ত্রককে। ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এটি চালুর দিনক্ষণ। আদৌ ২০২৬ সালে অংশবিশেষে দেশের প্রথম হাইস্পিড ট্রেন চালানো যাবে কি না, তা নিয়ে সন্দিহান মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাই। এই পরিস্থিতিতে নতুন বুলেট ট্রেন করিডরের ঘোষণা কি কেন্দ্রের মোদি সরকারের শুধুই চমক হতে চলেছে? বাজেট ঘোষণা নিয়ে অবশ্য স্বাভাবিক কারণেই মুখে কুলুপ এঁটেছে রেল বোর্ড। হাওড়া-বারাণসী ছাড়াও অন্য কোন তিনটি রুটে এবারের বাজেটে বুলেট ট্রেনের ঘোষণা করতে পারে কেন্দ্র? সরকারি সূত্রের খবর, অন্য তিনটি রুট হল দিল্লি-বারাণসী, দিল্লি-অমৃতসর এবং চেন্নাই-মাইসুরু। 
প্রাথমিকভাবে উল্লিখিত রুটগুলিতে আদৌ উচ্চ গতির ট্রেন চালানো সম্ভব কি না, তা নিয়ে ডিপিআর প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে, ওইসব রুটে প্রয়োজনে উচ্চ গতির ট্রেন চলতেই পারে। অন্তত মাটির প্রকৃতি বাধা হয়ে দাঁড়াবে না। রেল সূত্রের খবর, এরপরেই হাওড়া-বারাণসী সহ দেশের মোট চারটি রুটে হাইস্পিড রেল করিডরের ঘোষণার তোড়জোর শুরু হয়েছে সরকারের অন্দরে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত অনুমোদন মিললে ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট ঘোষণায় তার উল্লেখ থাকবে।
সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে দেশের একগুচ্ছ রেল প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছিলেন যে, বর্তমানে দূরপাল্লার ট্রেন সফর অত্যন্ত কম সময়ে করতে চাইছেন রেলযাত্রীরা। আর সেই কারণে দেশের সর্বত্রই হাইস্পিড ট্রেনের চাহিদা তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, সম্ভবত এই ব্যাপারেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।
14d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা