বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

অবাক আয়কর কর্তারা, বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ৩টি কুমির

ভোপাল: বাড়ির ভিতরে ছোটখাটো ‘পুকুর’। খাঁচা দিয়ে সেগুলি ঘেরা। তার ভিতরে শুয়ে তিনটি কুমির! মধ্যপ্রদেশের প্রাক্তন বিধায়ক হরবংশ সিং রাঠোরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আয়কর দপ্তরের কর্তারা। কিন্তু বিধায়কের বাড়ির ভিতর কুমির দেখে অবাক তাঁরাও। তল্লাশি চালাতে গিয়ে এমন অদ্ভূত দৃশ্য কোনওদিন দেখেননি বলেও স্বীকার করে নিয়েছেন আয়কর কর্তারা। 
হরবংশ ও প্রাক্তন কাউন্সিলার রাজেশ কেশরওয়ানির বাড়িতে গত রবিবার থেকে তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তর। তাঁরা যৌথভাবে বিড়ির ব্যবসা চালান। দু’জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ওই দু’জনের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩ কোটি টাকা, প্রচুর পরিমাণ সোনা ও রুপোর গয়না। এছাড়া রাজেশের বাড়ি থেকে পাওয়া গিয়েছে বিদেশ থেকে আমদানি করা একাধিক গাড়ি। যেগুলির কোনওটিই রাজেশ বা তাঁর পরিবারের কারও নামে রেজিস্টার্ড নয়। সব মিলিয়ে মোট ১৫৫ কোটি টাকার করফাঁকির প্রমাণ মিলেছে। তার মধ্যে রাজেশ একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। তবে, সব কিছু ছাপিয়ে এখন চর্চায় হরবংশের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি কুমির। ২০১৩ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হরবংশ। বিজেপির সাগর জেলা সভাপতির দৌড়েও ছিলেন তিনি। হরবংশের বাবা হরনাম সিং রাঠোর মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন। নেহাতই পোষার জন্য নাকি অন্য কোনও উদ্দেশ্যে তিনি কুমিরগুলি বাড়িতে রেখেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বনদপ্তরকে খবর দিয়েছেন আয়কর আধিকারিকরা।
13d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা