বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

শেষ হেমন্তের ভূস্বর্গ প্রি-ওয়েডিং শ্যুটের গন্তব্য, উপচে পড়ছে ভিড়

ফিরদৌস হাসান, শ্রীনগর: চিনারের পাতা যেন সোনার জল করা। সূর্যের আলোতে ঝকমকিয়ে ওঠে। চারিদিকে নানান রংয়ের খেলা। শেষ হেমন্তে রূপসী কাশ্মীর। এমন মোহময়ী সৌন্দর্য  চুম্বকের মতো টানছে পর্যটকদের। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভূস্বর্গে প্রি-ওয়েডিং শ্যুটের চাহিদাও। প্রাক-বিবাহ মুহূর্ত স্মরণীয় করে তোলার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না হবু দম্পতিরা। 
মুম্বই থেকে এসেছেন সঞ্জনা মেহতা। সঙ্গে নিয়ে এসেছেন চিত্রগ্রাহক ও কোরিওগ্রাফারদের টিম। তাঁর কথায়, ‘হেমন্তে গোটা দেশের গন্তব্য হয়ে উঠেছে কাশ্মীর। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রচুর প্রি-ওয়েডিং শ্যুট দেখা যায়। আমরাও বিয়ের আগে ভূস্বর্গের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছিলাম।’ এখন অবশ্য একাধিক হবু-দম্পতির প্রি-ওয়েডিং শ্যুটের দায়িত্বে রয়েছেন তিনি। সঞ্জনার কথায়, ‘আমাদের এই প্রি-ওয়েডিং শ্যুট কাশ্মীর ও মহারাষ্ট্রের সংস্কৃতির মেলবন্ধন। প্রত্যেকটি কাজ উপভোগ করি।’ 
সাধারণত নভেম্বর মাস থেকেই দেশে বিয়ের মরশুম শুরু হয়। তাপমাত্রা কম থাকার কারণে বিবাহের অনুষ্ঠানে কোনওরকম অস্বস্তি হয় না। তবে আজকের দিনে প্রি-ওয়েডিং শ্যুট ছাড়া যেন বিয়ে অসম্পূর্ণ। এক্ষেত্রে পছন্দের গন্তব্যের তালিকার শীর্ষে কাশ্মীর। 
স্থানীয় চলচ্চিত্র নির্মাতা শামসুদ্দিন শেখ বলেছেন, ‘বর্তমানে প্রি-ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে পছন্দের শীর্ষে রয়েছে কাশ্মীর ও জয়পুর। কাশ্মীরে খরচটা তুলনায় বেশি। তবে কুয়াশা ঘেরা সকাল আর চিনারের সোনালি পাতার হাতছানি উপেক্ষা করা সহজ নয়। এমন পরিবেশ বিবাহ-পূর্ব মুহূর্তগুলিকে আরও স্মরণীয় করে তোলে।’ একই বক্তব্য শোনা গেল উমর ভাটের গলায়। তিনি বলেন, ‘স্থানীয় চিত্র পরিচালকরা ভূস্বর্গকে হাতের তালুর মতো চেনেন। মুঘল গার্ডেনের পাশাপাশি একাধিক অজানা জায়গায় শ্যুট করা হয়। তিন বছর ধরে এই কাজ করছি। এবছর হবু দম্পতিদের ভিড় অনেকটাই বেশি।’ -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা