বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন মোদি, সংসদ চত্বরে ঘুরে ঘুরে প্রতিবাদ রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  নাটকীয়ভাবে সংসদ চত্বরে ঘুরে ঘুরে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতিকে প্রশয় দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রাহুল-প্রিয়াঙ্কা। সঙ্গে কংগ্রেসের সাংসদরা। মুখে কালো মাস্ক আর হাতে সংবিধান। তোলা হল মোদির বিরুদ্ধে স্লোগানও। ‘মোদিজি সংসদে আসুন।’ মন্তব্যে প্রধানমন্ত্রীকে চাপে ফেললেন রাহুল। একইসঙ্গে সামান্য ইস্যুতে পরপর দুদিন সংসদ মুলতুবি করে দেওয়ায় বিরোধীরা আঙুল তুললেন সরকারের দিকেই। যে আক্রমণে যোগ দিল তৃণমূলও। 
শুক্রবারও দফায় দফায় মুলতুবি হয়ে গেল লোকসভা। ইস্যু, বিজেপি এমপি নিশিকান্ত দুবে এবং সম্বিত পাত্রর রাহুলকে আক্রমণ। তাঁর অভিযোগ, ভারত বিরোধী ষড়যন্ত্রকারীদের সঙ্গে বিরোধী দলনেতার যোগ। বৃহস্পতিবারও জিরো আওয়ারে এই একই ইস্যু তুলেছিলেন নিশিকান্ত। ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। 
এদিন বেলা ১১ টায় এক মিনিট, পরে বেলা ১২ টার সময় মিনিট আটেক পরেই সারাদিনের জন্য লোকসভা মুলতুবি। রাজ্যসভাতেও দফায় দফায় মুলতুবি। যা দেখে বিরোধীদের মন্তব্য, সরকারই সংসদ চালাতে চায় না। সভার বাইরে এসে কংগ্রেসের কে সি বেণুগোপাল, শশী থারুর, জয়রাম রমেশ, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা বলেন, সরকারই পালাচ্ছে। আলোচনা করতে চাইছে না। তা নাহলে সংসদ মুলতুবি করে দেওয়ার মতো কিছু হয়নি। আসলে সরকারই ‘কৌশলে’ সংসদ অচল করাচ্ছে। দুর্নীতিকে প্রশয় দেওয়ার প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন মোদি। 
লোকসভার বিরোধী দলনেতা হয়েও শুক্রবার সংসদের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে এড়ালেন রাহুল গান্ধী। গত ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গ্রহণের ৭৫ বর্ষের অনুষ্ঠানে সংবিধান সদনের সেন্ট্রাল হলে একই মঞ্চে দেখা গিয়েছিল উভয়কে। কিন্তু সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ৬৮ তম মৃত্যুদিনের অনুষ্ঠানে মোদিকে এড়ালেন রাহুল। সংসদ চত্বরে বিশিষ্টদের মূর্তি পার্ক প্রেরণাস্থলে সকালের অনুষ্ঠানে অবশ্য মোদির পাশেই হাজির ছিলেন রা঩জ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। রাহুল গোলাপ পাপড়ির অর্ঘ্যে আম্বেদকরকে ওইখানেই গিয়েই শ্রদ্ধা জানালেন, তবে পরে। বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে। ছবি: পিটিআই
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা