বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মহাকুম্ভ মেলার জন্য সরাসরি বিশেষ ট্রেন, বিলাসবহুল টেন্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশেষ ট্রেনে মহাকুম্ভের প্যাকেজ ট্যুর আয়োজন করছে আইআরসিটিসি। থাকা-খাওয়া বিলাসবহুল টেন্ট সিটিতে (মহাকুম্ভ গ্রাম)। কলকাতা স্টেশন থেকে একবার ট্রেনে চড়ে বসলে একেবারে কুম্ভ স্নান করিয়েই ফেরত পাঠাবে রেলের অধীন সংস্থাটি। উপরি হিসেবে থাকবে বেনারস এবং অযোধ্যার রামমন্দির। হোটেল, গাড়ির ব্যবস্থা সবই করবে তারা। আবার কেউ চাইলে ফ্লাইট ধরেও যেতে পারেন। সেক্ষেত্রে পুরো ট্যুর প্ল্যান আয়োজন করে দেবে এই সংস্থা। এবছরই কুম্ভের অনতিদূরে ২১ একর জায়গায় ৪০০টি টেন্ট তৈরি করেছে আইআরসিটিসি। এলইডি টিভি থেকে শুরু করে বিলাসবহুল বিছানা, কী নেই সেখানে। নিজের উদ্যোগে সরাসরি গিয়ে ওঠা যাবে সেই টেন্টগুলিতেও।
সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার এম কে সিং জানান, এই উদ্যোগ ঘিরে তাঁদের যেমন বড় বিনিয়োগ রয়েছে, তেমনই এটি তাঁদের একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। পুণ্যকামী মানুষের জন্য তাঁরা বেশ ঝুঁকিও নিয়ে ফেলেছেন। ৩০০টি ডিলাক্স টেন্ট (দু’জন থাকলে মাথাপিছু ভাড়া ৬০০০ টাকা) এবং ১০০টি প্রিমিয়াম টেন্ট (দু’জনের মাথাপিছু ৯০০০ টাকা) তৈরি করা হয়েছে। থাকছে লাউঞ্জ, রিসেপসন, শিল্পীদের নিয়ে ভক্তিমূলক মনোরঞ্জনের ব্যবস্থা এবং সাত্ত্বিক আহার। ১০ জানুয়ারি থেকে সেগুলিতে ঢোকা যাবে। তবে, ভারত গৌরব ট্রেনযাত্রীদের ক্ষেত্রে প্যাকেজ আলাদা। কলকাতা স্টেশন থেকে শুরু পাঁচ রাত্রি ছ’দিনের যাত্রায় স্লিপারে ভাড়া মাথাপিছু ১৯ হাজার ১০০ টাকা। আর এসি ৩ টিয়ারে মাথাপিছু ভাড়া ২৫ হাজার ১০০ টাকা। ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, রামপুরহাট প্রভৃতি স্টেশন থেকেও ট্রেনটি ধরা যাবে। ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি ছেড়ে প্রথমে ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি ঢুকবে বেনারসে। সেদিন সন্ধ্যারতির পরে হোটেলে রাখা হবে যাত্রীদের। ২০ ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হবে মহাকুম্ভে। চার বেডের টেন্টে সেখানে রাখা হবে। এর জন্য আলাদা টাকা দিতে হবে না। স্নানের পরে ২২ ফেব্রুয়ারি তাঁদের নিয়ে যাওয়া হবে অযোধ্যার রামমন্দিরে। সেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির দেখে কলকাতায় ফেরা। আইআরসিটিসি অ্যাপ, ওয়েবসাইট, স্বীকৃত এজেন্টের মাধ্যমে বুকিং করা যাবে। ৭০০৩১২৫১৩৫, ৮৫৯৫৯০৪০৭৭, ৭০০৩১২৫১৯৭ এবং ৯০০২০৪০০১১ নম্বরগুলিতে ফোন করতে পারবেন রাজ্যের ইচ্ছুক যাত্রীরা। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা