বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

১০০ দিনের কাজ: বাজেট বরাদ্দ ছাঁটতে পারে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০০ দিনের কাজের বরাদ্দ বিগত তিনটি বাজেটে বিশেষ বাড়নি। আগামী বাজেটে এই খাতে বরাদ্দ কমাতে চাইছে অর্থমন্ত্রক? তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে দিল্লির নর্থ ব্লকে। ২০২২ সালের বাজেটে ১০০ দিনের কাজ প্রকল্পে ৭১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ৬০ হাজার কোটি টাকা। লোকসভা ভোটের মুখে গত ফেব্রুয়ারিতে পেশ করা অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল, ৮৬ হাজার কোটি টাকা হবে চলতি আর্থিক বছরের বাজেট বরাদ্দ। যা অপরিবর্তীত থাকে জুলাইয়ে পেশ করা পূর্ণাঙ্গ বাজেটে। কিন্তু দেশজুড়ে ১০০ দিনের কাজের লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে। বিগত ৯ মাসে বাতিল হয়েছে ৮৪ লক্ষ জব কার্ড। নতুন করে সংযোজিত হয়েছে ৪০ লক্ষ জব কার্ড। অর্থাৎ সার্বিকভাবে ৪৪ কোটি জব কার্ড বাতিল। এছাড়া প্রায় ৫ কোটি জব কার্ড নিষ্ক্রিয়।  অর্থাৎ সরকারি খাতায় দেখা যাচ্ছে সক্রিয় জব কার্ডের সংখ্যা ৯ কোটি। যাঁরা কাজের আবেদন করে কাজ পাচ্ছেন। অর্থমন্ত্রক সম্প্রতি প্রশ্ন তুলছে, এই ৫ কোটি জব কার্ডের স্ট্যাটাস কী? অর্থাৎ এই জব কার্ড গ্রাহকরা কি আর ১০০ দিনের কাজ করতে চান না? যদি তাই হয়, বাজেটে অর্থবরাদ্দের ক্ষেত্রে মোট কার্ডের সংখ্যা কত ধরা হবে? সূত্রের খবর, এই বিষয়টিকে সামনে রেখে ১০০ দিনের কাজে ৫০ থেকে ৭০ হাজার কোটি টাকার মধ্যেই বাজেট বরাদ্দ সীমাবদ্ধ রাখতে চায় মোদি সরকার। গত মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল যে কার্ড বাতিলের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক নেই। সবটাই রাজ্যের দেখভাল করার কথা। কংগ্রেসের কে সি বেণুগোপালের অভিযোগ ছিল, বিস্ময়করভাবে সরকার জব কার্ড বাতিল করে চলেছে। চার বছরে ১০ কোটি জব কার্ড বাতিল হল কেন? প্রশ্ন তাঁর। যদিও তা সঠিক নয় বলে দাবি সরকারের। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা