দেশ

বিমায় ১০০ শতাংশ বিদেশি লগ্নি, বিল আনছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার বিমাক্ষেত্রে সম্পূর্ণভাবেই বিদেশি সংস্থার প্রবেশের ব্যবস্থা করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেইমতোই খসড়া বিল তৈরি হয়েছে। নোট প্রকাশ করে জানতে চাওয়া হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের অভিমত। বর্তমানে বিমাক্ষেত্রে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নি রয়েছে। অর্থাৎ দেশীয় সংস্থার সঙ্গে এখন যৌথ উদ্যোগেই বিমা ব্যবসা চালানোর অধিকার রয়েছে। 
২০২১ সালে বিমা ক্ষেত্রকে বিদেশি লগ্নির কাছে অবাধ করে দেওয়া হয়। সেই বছর পর্যন্ত বিমায় বিদেশি লগ্নির সীমা ছিল ৪৯ শতাংশ। সেই বছরই সেটি পরিবর্তিত করে করা হয়েছিল ৭৪ শতাংশ। কিন্তু সরকার জানিয়েছে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। আগামী দিনে যাতে বিমা সেক্টরে কম প্রারম্ভিক লগ্নিতেও প্রবেশ করা যায় সেই অধিকারও দেওয়া হচ্ছে নিয়ন্ত্রক সংস্থাকে। ভারতে আগামী কয়েক বছরে বিমা ক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকা আসার সুযোগ আছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতে  রয়েছে ২৫টি জীবন বিমা সংস্থা। ৩৪টি সাধারণ বিমা সংস্থা। ১০০ শতাংশ এফডিআই হয়েঁ গেলে আগামী দিনে বিদেশি বিমা সংস্থাগুলি সরাসরি ভারতের বিমাক্ষেত্রে প্রবেশ করতে পারবে। কোনও দেশীয় সংস্থার 
সঙ্গে যৌথভাবে  মালিকানা চুক্তি করতে তারা বাধ্য নয়। সরাসরি লাইসেন্স প্রক্রিয়ায় এই আবেদন করা যাবে। সুতারং ভারতীয় বিমা সংস্থাগুলির সামনে বড়সড় চ্যালেঞ্জ অস্তিত্ব রক্ষার। 
14d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা