দেশ

ইভিএম কারচুপির কথা বললেও সংগঠন মজবুত করায় জোর কংগ্রেস নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেই হোন বা প্রিয়াঙ্কা গান্ধী। ইভিএমের কারচুপির অভিযোগ জারি থাকলেও হরিয়ানা, মহারাষ্ট্র হারের পর আদতে সংগঠন মজবুত করার উপরই জোর দিলেন দু’জনে। সমর্থন করলেন রাহুল গান্ধীও। যার জন্য‌ সাংগঠনিকস্তরে রদবদলও হবে বলে ঠিক হয়েছে। শুক্রবার ২৪ আকবর রোডে বসেছিল ‘কংগ্রেস ওয়ার্কিং কমিটি’র (সিডব্লুসি) বৈঠক। প্রায় সাড়ে চার ঘণ্টার ওই বৈঠকে খাড়্গে স্পষ্ট ভাষায় বলেছেন, রাজ্যস্তরে নিজেদের আরও তৈরি হতে হবে। জোর দিতে হবে আঞ্চলিক ইস্যুতে। কতদিন আর জাতীয় ইস্যু আর জাতীয় নেতাদের ভরসায় রাজ্যে রাজ্যে নির্বাচন লড়ব? একই সুরে প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য, সংগঠন মজবুত করতেই হবে। তা নাহলে জয় আসবে না। মানুষের সঙ্গে আরও বেশি করে সংযোগ স্থাপন করতে হবে। 
সংগঠন মজবুত করতে সিডব্লুসির সিদ্ধান্ত, প্রকাশ্যে কোনও নেতানেত্রীই একে অন্যের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করবেন না। যা বলার দলের অন্দরে বলতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের শৃঙ্খলারক্ষার উপরই জোর দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনা হয়েছে মহারাষ্ট্র এবং হরিয়ানার হার নিয়েও। ঠিক হয়েছে, এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। যদিও এই হারের পিছনে ইভিএমে কারচুপির প্রসঙ্গও উঠেছে। তাই বিষয়টি নিয়ে একদিকে যেমন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের বিস্তারিত বলতে চায় কংগ্রেস, অন্যদিকে নামবে পথেও। এই কর্মসূচিতে বিজেপি বিরোধী দলগুলিকেও একজোট করা হবে। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন না। 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা