দেশ

জিএসটির নামে ‘কর-সন্ত্রাস’ চলছে দেশে! মত মোদির প্রাক্তন উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা (জিএসটি) নিয়ে সমালোচনা এখনও থামেনি। বিরোধীরা তো বটেই, দেশের বণিকমহলের একাংশও বারবার মোদি সরকারের জিএসটি ব্যবস্থার সমালোচনা করেছে। এবার একই সুরে সমালোচনার করতে শোনা গেল দেশের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ামকেও। অথচ দেশে জিএসটি ব্যবস্থা চালুর ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারী। অর্থনীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের জিএসটি ব্যবস্থা অত্যন্ত জটিল। সুষ্ঠুভাবে এই কর ব্যবস্থা চালিয়ে নিয়ে যেতে হলে তার সরলীকরণ অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য, ভারতে জিএসটির নামে ‘কর-সন্ত্রাস’ চলছে।
মোদি জমানায় ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন অরবিন্দ সুব্রমনিয়াম। এদিকে জিএসটি ব্যবস্থা চালু হয় ২০১৭ সালের জুলাই মাসে। অর্থাৎ পণ্য ও পরিষেবা কর চালুর বিষয়ে তাঁর অবদান অস্বীকার করার নয়। তিনিই এবার সরব হয়েছেন এই প্রত্যক্ষ কর কাঠামো নিয়ে। তিনি বলেন, জিএসটি ব্যবস্থায় নানারকম সেস মিলিয়ে প্রায় ৫০ রকমের কর আছে। অন্যান্য করের হিসেব করলে দেখা যাবে, সেসবের সংখ্যা প্রায় ১০০। সঙ্গে রয়েছে আরও কিছু চ্যালেঞ্জ। 
অরবিন্দের বক্তব্য, তাঁর কাছে অনেকেই অভিযোগ করেছেন, জিএসটি ব্যবস্থা তাঁদের করের বোঝা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আরও একধাপ এগিয়ে প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টার বক্তব্য, কর-সন্ত্রাস এবং অতিরিক্ত করের বোঝা ভারতের সংস্কৃতির অন্যতম অঙ্গ। জিএসটি ব্যবস্থা এসে তা আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। জিএসটি জমানায় যে কর-সন্ত্রাস চলছে, তার দিকে নজর দেওয়া আশু প্রয়োজন, দাবি করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে অরবিন্দ সুব্রমনিয়াম মনে করিয়ে দিয়েছেন, জিএসটি ব্যবস্থা চালুর অন্যতম স্লোগান ছিল ‘এক দেশ, এক কর ব্যবস্থা, এক বাজার’। অথচ সেই ব্যবস্থাই এখন জটিলতায় ভরা। তাই এই কর ব্যবস্থার সরলীকরণ দরকার বলে মনে করেন তিনি। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা