দেশ

গর্ভাবস্থায় সন্তানের জিনগত সমস্যা ধরতে ব্যর্থ, ৪ ডাক্তারের বিরুদ্ধে মামলা দম্পতির

তিরুবনন্তপুরম: গর্ভাবস্থায় শিশুর জিনগত সমস্যা রয়েছে, তা ধরতেই পারেননি চিকিত্সকরা। এক দম্পতির অভিযোগের ভিত্তিতে কেরলে চার চিকিত্সকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিস। পাশাপাশি এই ঘটনায় চিকিত্সকদের গাফিলতি রয়েছে কি না, খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে কেরল সরকারও। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত ডিরেক্টরের নেতৃত্বে একটি টিম ওই তদন্ত চালাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জেলাস্তরে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদি ওই চিকিত্সকদের বিরুদ্ধে কোনও গাফিলতি খুঁজে পাওয়া যায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিস সূত্রে খবর, চারজনের মধ্যে দুই মহিলা চিকিত্সক কাডাপ্পুরমের সরকারি হাসপাতালের, অন্য দুজন একটি বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে কাজ করেন। সদ্যোজাতের জীবন বিপদের মুখে ফেলার জন্য তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি, অনীশ ও সুরুমি নামে এক দম্পতির সন্তানের জন্ম হয়। তাঁরা জানিয়েছেন, সুরুমি অন্তঃসত্ত্বা থাকাকালীন ১১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দুটি ডায়াগনস্টিক সেন্টারে স্ক্যান সহ একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে। পাশাপাশি তিনি কাডাপ্পুরমের সরকারি হাসপাতালেও সুরুমির চিকিত্সা হয়েছিল। তিনি জানান, কোথাও কোনও চিকিত্সক তাঁকে জানাননি যে, গর্ভস্থ সন্তানের জিনগত সমস্যা রয়েছে। ৮ নভেম্বর সুরুমি সন্তান প্রসব করেন। জিনঘটিত কারণে ওই সদ্যোজাতের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। এরপরই ওই দম্পতি পুলিসের দ্বারস্থ হন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এক মহিলা চিকিত্সক জানিয়েছেন, তিনি প্রথমদিকে সুরুমিকে পরীক্ষা করেছিলেন। তখন ভ্রুণে কোনও সমস্যা খুঁজে পাননি। ডায়াগনস্টিক সেন্টারগুলিও ভুল স্বীকার করতে রাজি হয়নি। তাদের দাবি, স্ক্যান রিপোর্টে সব ঠিক ছিল।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা