দেশ

বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলকে পাশে চায় কংগ্রেস, রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে কথা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসের তোলা আদানি ইস্যুতে তৃণমূল সংসদে পাশে না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হাতছাড়া করতে নারাজ রাহুল গান্ধী। শুক্রবার প্রিয়াঙ্কা লোকসভায় আসতেই তাঁকে অভ্যর্থনার আঙ্গিকেই কাছে টেনে নেন শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। তিনিই পরিচয় করিয়ে দেন ডিএমকে নেত্রী তথা করুণানিধি কন্যা কানিমোঝির সঙ্গে। প্রিয়াঙ্কাকে দেখে এগিয়ে এলেন মহুয়া মৈত্র। 
করলেন করমর্দন। আলোচনা হল, একসঙ্গে লড়তে হবে। প্রিয়াঙ্কাও সবিনয়ে জানিয়ে দিলেন, আমি তোমাদেরই লোক! প্রিয়াঙ্কাকে দেখে কার্যত দৌড়ে এলেন সৌগত রায়। উৎসাহ দিতে বললেন, তুমি লোকসভায় আসায় সভার গ্ল্যামার বেড়ে গেল। মুচকি হাসলেন প্রিয়াঙ্কা। রাহুল ততক্ষণে তৃণমূলের আসনের দিকে এগিয়ে গিয়ে কথা শুরু করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যোগ দিলেন সৌগতবাবুও। যদিও কৌশলগত ভাবে রাহুল তুললেনই না আদানি ইস্যু। আলোচনা করলেন মহারাষ্ট্র, হরিয়ানা নির্বাচন নিয়েও। কিন্তু সংসদে গত চারদিন ধরে চলতে থাকা বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচির কথা এড়ালেন। 
কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রার সময় থেকেই শীত-গ্রীষ্ম-বর্ষা, রাহুল গান্ধীর পরণে সাদা হাফ হাতা টি শার্ট। এদিনও সংসদে সেটাই পরে এসেছিলেন। যা দেখে সৌগতবাবু বললেন, তোমার কি শীত করে না? এত মাসল বানালে কী করে? শুনে রাহুল পাল্টা সৌগতবাবুকে বললেন, আমার কাছে আসবেন। সাত মাসে আপনারও দুই হাতে মাসল বানিয়ে দেব। পাশ থেকে সুদীপবাবু বলে ওঠেন, ওনার বয়স কিন্তু ৭৭। এটা মনে রেখো। 
কথায় কথায় উঠল মহারাষ্ট্র, হরিয়ানার প্রসঙ্গ। রাহুলের মন্তব্য, কী করে যে হার হল, বুঝেই উঠতে পারছি না। বিশ্লেষণ করতে হবে। শীঘ্রই দলে আলোচনা হবে চুলচেরা। তবে আর যাই হোক, দেশ যেদিকে এগচ্ছে, তা হতে দেওয়া চলবে না। সবাইকে একসঙ্গে লড়তে হবে। এদিন লোকসভায় এই দৃশ্য, কথোপকথনের মাধ্যমে এটা স্পষ্ট, তৃণমূলকে পাশে পেতে মরিয়া রাহুল। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা