দেশ

নিয়োগ দুর্নীতি মামলা: সুপ্রিম কোর্টে জামিন তৃণমূল নেতা কুন্তলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ সিবিআইয়ের আবেদন খারিজ করে তাঁকে শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছে। মামলার শুনানিতে সিবিআইয়ের সমালোচনাও করেছে শীর্ষ আদালত। ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি থেকে জেলে রয়েছেন কুন্তল। 
কয়েকদিন আগেই এই শিক্ষক দুর্নীতি ইস্যুতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়েছিল ইডি। তোলা হয়েছিল প্রশ্ন, দিনের পর দিন আটকে রেখেও কেন ট্রায়াল শুরু হয়নি। কেন অভিযোগের উপযুক্ত তথ্য প্রমাণ দিতে ব্যর্থ কেন্দ্রীয় এজেন্সি? এদিনও প্রায় একইভাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করায়। 
যদিও সিবিআইয়ের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজকুমার ভাস্কর থ্যাকারে বার বার কুন্তল ঘোষের জামিনের বিরোধিতা করেন। বলেন, প্রাইমারিতে শিক্ষক নিয়োগের নামে জাল ওয়েবসাইট তৈরি করে ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন অভিযুক্ত। প্রভাবশালী ব্যক্তি। তাই জামিন দেওয়া ঠিক নয়। প্রচুর লোককে প্রতারণা করেছেন। ফলে জামিন পেলে তিনি বাইরে বেরিয়ে সাক্ষীদের প্রভাবিত করবেন। 
কিন্তু সেই আবেদন গ্রাহ্য না করে সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানায়, অভিযোগ গুরুতর ঠিকই। তবে এভাবে দিনের পর দিন কাউকে আটকেও রাখা যায় না। তাই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে। শর্ত হল, অভিযুক্ত কুন্তল ঘোষ কোনওভাবেই সিবিআইয়ের অনুমতি বিনা পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা যেন না করেন। সরকারি কোনও পদে যোগ দিতে পারবেন না। তদন্তের ইস্যুতে মুখ খোলা বারণ সংবাদ মাধ্যমের সামনে। তদন্তের প্রয়োজনে আদালত বা সিবিআই ডাকলে দিতে হবে হাজিরা। 
14d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা