দেশ

সম্ভলের মসজিদে সমীক্ষার কাজ আপাতত বন্ধ, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদে সমীক্ষা নিয়ে আপাতত আর কোনও নির্দেশ দিতে পারবে না নিম্ন আদালত। শুক্রবার এমনই জানাল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মসজিদ কর্তৃপক্ষকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সমীক্ষার কাজ আপাতত বন্ধ থাকবে।  
সম্প্রতি শাহি জামা মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় নিম্ন আদালত। এর জেরে রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় সম্ভল। পুলিস ও জনতার খণ্ডযুদ্ধ লেগে যায়। ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। এদিন সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, প্রথমেই এলাকার শান্তি ও সম্প্রীতির বিষয়টি সুনিশ্চিত করতে হবে উত্তরপ্রদেশের সরকার ও প্রশাসনকে। প্রয়োজনে দুই সম্প্রদায়ের সদস্যদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করতে হবে। শীর্ষ আদালতের বক্তব্য, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে পারে মসজিদ কর্তৃপক্ষ। এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার তিন দিনের মধ্যেই শুনানি শুরু করতে হবে হাইকোর্টকে। হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত। তাই সমীক্ষার কোনও কাজ হবে না। এখনও পর্যন্ত যা সমীক্ষা হয়েছে, তার রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি।
বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন সম্ভলবাসী। এলাকায় কড়া পুলিসি নিরাপত্তা রয়েছে। মসজিদ সংলগ্ন এলাকায় চলছে ড্রোন ও সিসি ক্যামেরার নজরদারি। এই আবহেই সম্পন্ন হয়েছে শুক্রবারের নামাজ।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা