দেশ

প্রথমবারেই বাজিমাত! দাদা রাহুলের থেকেও বড় ব্যবধানে ওয়েনাড় দখল প্রিয়াঙ্কার

ওয়েনাড়, ২৩ নভেম্বর: ভোটের কুস্তিতে কেরলের ওয়েনাড় যে কংগ্রেসের শক্ত ঘাঁটি তা নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর ছিল প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরার দিকে। এর আগে বহুবার পরোক্ষ ভাবে ভোটের ময়দানে হাজির থাকলেও, এই প্রথম প্রার্থী হিসেবে ভোটের ময়দানে হাজির হয়েছিলেন রাহুল সহোদরা। ফলে তিনি ওয়ানাড়ের মাটিতে কেমন ফল করেন সেদিকে নজর রেখেছিলেন সকলেই। ভোটের ফলাফলের নিরিখে দেখলে সেই পরীক্ষায় সসম্মানেই উত্তীর্ণ হলেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, বিপুল পরিমাণ ভোটে ওয়েনাড়ে জিতে দাদা রাহুল গান্ধীর রেকর্ডও ভেঙে দিলেন তিনি।
বিকেল ৪টে পর্যন্ত গণনাতে দেখা গিয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে ওয়েনাড় দখল করছেন সোনিয়া কন্যা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  সিপিআইএম প্রার্থী সোথ্যান মুকেরি যেখানে পেয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৪০৭ ভোট, সেখানে প্রিয়াঙ্কা পেয়েছেন ৬ লক্ষ ২২ হাজার ৩৩৮টি ভোট। অন্যদিকে শত যোজন দূরে থেকে বিজেপি প্রার্থী নভ্যা হরিদাস ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৩৯টি।
২০২৪ সালে লোকসভা নির্বাচনে ওয়েনাড় থেকে ভোটে লড়েছিলেন রাহুল গান্ধী। তখন তিনি ৩ লক্ষ ৬৪ হাজারের কিছু বেশি ভোটে জয়লাভ করেছিলেন। এদিন ইতিমধ্যেই সেই মার্জিন পেরিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। তবে দিনের শেষে তাঁর ব্যবধান ৫ লক্ষ হয় কী না, এখন সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা