দেশ

হাথরাসে গুদামে গম খেতে ঢুকে মৃত্যু ১৪৫টি বাঁদরের, চাঞ্চল্য

লখনউ, ২৩ নভেম্বর: খিদের জ্বালায় শস্যের গুদামে হানা দিয়েছিল বাঁদরের দল। আর তাতেই খোয়াতে হল প্রাণ। মৃত্যু হল প্রায় ১৪৫টি বাঁদরের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাস এলাকার কালওয়ারি রোডে। জানা গিয়েছে, ওই এলাকার একটি গুদামে বস্তা বস্তা গম রাখা ছিল। সেটি খেতেই গুদামের একটি জানলা দিয়ে কোনওভাবে ভিতরে ঢোকে বাঁদরের দল। কিন্তু ঢোকার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বাঁদরগুলির। কারণ হিসেবে জানা গিয়েছে, পোকামাকড় যাতে না লাগে তার জন্য গমের বস্তাগুলিতে কীটনাশক অ্যালুমিনিয়াম ফসফাইড স্প্রে করা হয়েছিল। সেটি অত্যন্ত বিষাক্ত এবং গন্ধও মারাত্মক। মনে করা হচ্ছে সেটির জন্যই ১৪৫টি বাঁদরের মৃত্যু হয়েছে। অভিযোগ, ঘটনাটি চাপা দিতে গুদাম চত্বরেই ওই বাঁদরগুলির দেহ পুঁতে দেওয়া হয়। তবে বিষয়টি পুলিসকে জানান এলাকারই এক বাসিন্দা। তিনি বলেন, বাঁদরগুলিতে গুদামে ঢুকতে দেখা গেলেও আর বের হতে দেখা যায়নি। এই ঘটনায় সন্দেহ হয় পুলিসের। গুদামে হানা দেয় তাঁরা। তদন্তে জানা যায়, বাঁদরগুলির দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এরপর মাটি খুঁড়ে বাঁদরগুলির দেহ উদ্ধার করা হয়। পরে সেগুলি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করেছে হাথরাসের কোতোয়ালি থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি তদন্ত শুরু করেছে এফসিআই কর্তৃপক্ষও। অন্যদিকে, এতগুলি বাঁদরের মৃত্যুর ঘটনায় হাথরাসে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা