দেশ

ফের ‘ভয়াবহ’ দিল্লির বাতাস, ধোঁয়াশায় ঢাকা রাজধানী, দেরিতে চলছে বহু ট্রেন

নয়াদিল্লি, ২৩ নভেম্বর: সাময়িক উন্নতির পর ফের ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণমান। আজ, শনিবার সকালে ঘন ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী। মাত্রাছাড়া দূষণের জেরে নাভিশ্বাস উঠল দিল্লিবাসীর। ফের চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালেও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল আটটা নাগাদ দিল্লির আনন্দ বিহারে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫৭, অশোক বিহারে ৪৫৫, চাঁদনি চকে ৪৩৯ এবং আর কে পুরমে ৪২১।
বাতাসের গুণমান নির্ধারণের পরিমাপকেই বলা হয় বাতাসের গুণমান সূচক (একিউআই)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, এই সূচক ০-৫০ এর মধ্যে থাকলে তা নির্দেশ করে বাতাসের গুণমান ‘ভাল’। ৫১-১০০ এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’। ১০১-২০০ এর মধ্যে থাকলে ‘মোটামুটি’। ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খারাপ’। ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ খুব খারাপ’। ৪০১-৫০০ এর মধ্যে থাকলে ‘ভয়াবহ’ এবং ৫০০ অতিক্রম করলে তা নির্দেশ করে বাতাসের গুণমান ‘অতি ভয়াবহ’।  
অন্যদিকে, ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় দিল্লিতে দেরিতে চলছে একাধিক ট্রেন। ট্রেনের পাশাপাশি বিমান পরিষেবাতেও এর প্রভাব পড়েছে। বহু বিমানের উড়ানে দেরি হচ্ছে। বেশ কিছু বিমানকে দিল্লিতে অবতরণ না করিয়ে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মোটের উফর দিল্লিতে কার্যত বিপর্যস্ত জনজীবন।
দূষণের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে উপস্থিতি বন্ধ রাখা হয়েছে। দিল্লির সমস্ত স্কুলেই চলছে অনলাইনের মাধ্যমে পড়াশোনা। এমনকী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও অনলাইনেই পঠনপাঠন হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকেই কাজের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দূষণ রুখতে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ বা গ্র্যাপ-৪ চালু করা হয়েছে। তা সত্ত্বেও এখনও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা