দেশ

প্রেমের টোপ দিয়ে প্রৌঢ়কে অপহরণ, ধৃত মহিলা সহ ৩

লখনউ: ‘ব্লাইন্ড ডেট’। প্রেমের টোপে পা দিয়ে বিপাকে পড়লেন এক প্রৌঢ়। এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু এই সাক্ষাৎই যে বিপদ ডেকে আনতে পারে, তা ঘুণাক্ষরেও টের পাননি লালু চৌবে নামে ওই প্রৌঢ়। তাঁকে অপহরণের পর পরিবারের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। তবে তাদের এই ছক বানচাল করে দিয়েছে পুলিস। উত্তরপ্রদেশের এই ঘটনায় উদ্ধার করা হয়েছে লালুকে। সেইসঙ্গে এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে ললিতপুরের বাসিন্দা লালুকে ঝাঁসিতে আটকে রেখেছিল দুষ্কৃতীরা।
অপহরণকারীদের ফোন পেয়ে পুলিসের দ্বারস্থ হয় লালুর ছেলে। তবে পুলিসি হস্তক্ষেপের আগেই ভয়ে অপহরণকারীদের এক লক্ষ টাকা দিয়ে ফেলে লালুর পরিবার। অভিযোগ পেয়ে একাধিক দল গঠন করে তদন্তে নামে পুলিস। মুক্তিপণের টাকা দিতে এক কনস্টেবলকে লালুর ছেলে সাজিয়ে পাঠানো হয়। তাঁকে অনুসরণ করেই অভিযুক্তদের ডেরায় পৌঁছয় পুলিস। তড়িঘড়ি পুরো এলাকা ঘিরে ফেলা হয় আর হাতেনাতে কিরণ, অখিলেশ আহিরওয়ার ও সতীশ সিং বুন্দেলা নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে জানা গিয়েছে, লালুকে ফাঁদে ফেলতে প্রথমে কিরণকে দিয়ে ফোন করানো হয়েছিল। এরপর প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি দেখা করার জন্য তাঁকে ঝাঁসিতে ডাকা হয়েছিল। তারপর সেখানেই দুষ্কৃতীদের খপ্পরে পড়েন তিনি। তাঁকে অপহরণ করে একটি গোপন ডেরায় নিয়ে যায় তারা। এরপর লালুর পরিবারকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। 
26d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা