দেশ

ভোট যুদ্ধে থ্যাকারে পরিবারের নতুন প্রজন্ম, সরগরম মুম্বই

সমৃদ্ধ দত্ত, মুম্বই: হ্যালো, আয়ুব, ইয়ে মঙ্গেশ কিধার খাড়াইলে?
রাজুকে ঘর বিবি উসে ক্যাহে দেনা বাত করনা মাংতা আচ্ছা জি। হাওয়া সহি হ্যায় কেয়া?
ইসব ফোনমে নেহি পুছনে কা রে!  কিতনে টাইম বাতায়া তেরেকো!
সমঝা বিবি
ফালতু কা লফড়া নেহি চাহিয়ে মেরে কো 
জি বিবি। 
মহেশ রাউথ স্পিকার অন করে মোবাইলে কথাবার্তা সেরে মুখ তুলে বললেন, সব ঝামেলা আমারই ঘাড়ে!
বিবিটা কে? আপনাকে বিবি বলে সম্বোধন করছিল কেন? প্রশ্ন শুনে মহেশ সাওয়ান্ত বলেন, ওটা তো ভালোবেসে আমায় ডাকে সবাই। বড়া ভাই। সংক্ষেপে বিবি। মহেশ রাউত  ধারাভি দক্ষিণের সি ওয়ার্ডের শিবসেনা নেতা। কথা বলা দরকার। ভোটের গতিপ্রকৃতি। স্থানীয় ইস্যু কী। রাজনৈতিকভাবে কারা এগিয়ে বা পিছিয়ে এসব নিয়ে। কিন্তু কথা বলাই সমস্যা। কারণ ফোন। সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে। অতএব মোক্ষম অস্ত্রই প্রয়োগ করতে হল। এবার তো মাহিমে আপনার দল হারছে? 
ফোন থেকে চোখ সরিয়ে মহেশ বললেন, মানে? কে হারাবে উদ্ধবজির ক্যান্ডিডেটকে? বললাম, এ তো সবাই জানে। উদ্ধবজি নিজেই হারাবেন? মহেশ রাউত ফোন সাদা শার্টের বুক পকেটে ঢুকিয়ে বললেন, এই প্রচারটা কে করছে জানেন? বিজেপি আর সিন্ধের শিবসেনা। কিন্তু প্রচারটা ঠিক নয়। একদম বিশ্বাস করবেন না।
আমার বিশ্বাস-অবিশ্বাসে কী আসে যায়? পাবলিক কী ভাবছে সেটাই তো আসল? মহেশ রাউত গলা তুলে বললেন, মাহিম থেকে উদ্ধবজির প্রার্থী আমাদের মহেশ ভাউ সাওয়ান্ত জিতছেন। ব্যাস! এটাই শেষ কথা। মাহিম স্টেশন থেকে বেরিয়ে পূর্বদিকের ফুট ওভারব্রিজ পেরিয়ে যেখানে নামতে হয়, সেটা এশিয়ার বৃহত্তম বস্তি, ধারাভি। ধারাভি যে দলের, মাহিম বিধানসভা কেন্দ্র সেই দলের। কিন্তু প্রচারটা ঠিক কী? যা নিয়ে উদ্ধব থ্যাকারের দলের সেনাবাহিনীও বেশ বিভ্রান্ত! প্রচারটা হল, উদ্ধব থ্যাকারে নাকি মাহিম আসনে তেমন জোর দিচ্ছেন না। কেন? তিনি হঠাৎ শুক্রবার ঘোষণা করেছেন, মাহিমে প্রচার করবেন না। সর্বনাশ! ধারাভি আর মাহিম বালাসাহেব থ্যাকারের নামে ভোট দেয়। সেই বালাসাহেবের পরবর্তী দুই প্রজন্মের প্রকৃত উত্তরাধিকারি কে? সেই নিয়ে এবার ভোটের যুদ্ধ মুম্বইয়ে। আর সেখানে মাহিম আসন ছেড়ে দেবেন উদ্ধব? তাই হয় নাকি? কারণ কী এই প্রচার আর গুজবের? কারণ হল, মাহিম থেকে অন্যতম প্রার্থী উদ্ধবের খুড়তুতো ভাই রাজ থ্যাকারের পুত্র অমিত থ্যাকারে। উদ্ধব যাঁকে খুবই ভালোবাসেন। সেই ভাইপোর বিরুদ্ধে তিনি প্রচার করতে চাইছেন না।  এদিকে আবার খাস মুম্বইয়ের ওরলি কেন্দ্রেও একই হাল। সেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী উদ্ধব থ্যাকারের পুত্র আদিত্য। তিনি নতুন নয়। ২০১৯ সালে এই কেন্দ্র থেকে জয়ী বিধায়ক। আবার প্রার্থী। তাঁর বিরুদ্ধে রাজ থ্যাকারে প্রচার করেন না। এবারও করবেন না। তাহলে উদ্ধব আর রাজের মধ্যে এখনও পারিবারিক একটি দুর্বলতার সংযোগ রয়েই গিয়েছে? 
২৩ নম্বর গলি থেকে ঝড়ের গতিতে বেরিয়ে আসছে একটি দল। ছুটছে। খালের দিকে। প্রত্যেকের হাতে কাগজের মতো কীসের বান্ডিল! কী হল? কী হল? মহেশ রাউত দৌড়ে গেলেন। ফিরেও এলেন। মুখে বাঁকা হাসি এবং বিরক্তিও। বললে, নিজেরা মারামারি করছে। আমাদের তো মজাই মজা! সিন্ধের দলের পোস্টার নিয়ে পালাচ্ছে রাজ থ্যাকারের পার্টি কর্মীরা! লাগাতে দেবে না। 
ঘটনা হল, মাহিম কেন্দ্রে চলছে মহানাটক। উদ্ধব থ্যাকারের দলের প্রার্থী মহেশ সাওয়ান্ত। কিন্তু তাঁর বিরুদ্ধে দুজন শক্তিশালী প্রার্থী একজন রাজ থ্যাকারের পুত্র। আর একজন একনাথ সিন্ধের শিবসেনার প্রার্থী সদা সারভানকর। বিজেপি বহুবার বলেছিল, সদা সারভানকারকে প্রার্থী পদ প্রত্যাহার করতে। কিন্তু একনাথ সিন্ধেকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহেরা যতটা অনুগত ও বাধ্য ভেবেছিলেন, ততটা মোটেও নন। কারণ লোকসভা ভোটে তাঁর দল বিজেপির থেকেও ভালো ফল করেছে। তাহলে আর দাদাগিরি মানব কেন? অতএব একনাথ সিন্ধের প্রার্থী রয়েই গিয়েছে। বাধ্য হয়ে শুক্রবার বিজেপি ঢোঁক গিলে বলেছে, তারা একনাথ সিন্ধের প্রার্থীকেই সমর্থন করবে। ব্যস! রাজ থ্যাকারে ক্ষিপ্ত। তিনি বিজেপির ভরসায় ছেলেকে এখানে প্রার্থী করলেন। আর সেই মোদি অমিত শাহ তাঁকে যে এভাবে মাঝপথে পথে বসাবেন, ভাবেননি। অতএব এখন কি তিনি দাদা উদ্ধবের দ্বারস্থ হয়েছেন? কারণ মাহিম থেকে অমৃত থ্যাকারে পরাস্ত হলে রাজ থ্যাকারের দাপট তো দূর অস্ত, প্রেস্টিজই থাকবে না। তাই কি উদ্ধব নরম হলেন? 
এতসব সব নাটকীয় ঘাত প্রতিঘাতের মধ্যে অবশ্য সর্বাগ্রে হাওয়া বুঝেছেন নিচুতলার নেতা কর্মীরা। দলে দলে সিন্ধের দলের নেতাকর্মী উদ্ধবের দলে ফিরছেন। এমনকী রাজ থ্যাকারের দলের যুব মোর্চা প্রায় ভ্যানিশ। সবাই উদ্ধবের শিবসেনায় যোগ দিয়েছে। সুতরাং মুম্বই আবার ফিরছে মাতশ্রীতে। বালাসাহেবের দুর্গ আবার দুর্গই থাকবে। 
হঠাৎ সব অন্ধকার। কী হল? পাওয়ার কাট? সেলাই গলি থেকে হাতে টর্চ নিয়ে বেরিয়ে কেউ চিৎকার করল, চিকনা মুন্না ফিউজ খুলেছে। ধপধপ করে শব্দ। কারা যেন ছুটছে। কিছুক্ষণের মধ্যেই আলো জ্বলল! 
ধারাভিতে ভোট আসে। ধারাভিতে ভোট যায়। ধারাভি বদলায় না!
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা