দেশ

বারামুলায় দুই জঙ্গি নিকেশ, দেহ মিলল ২ ভিলেজ গার্ডের

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: দিন কয়েকের মধ্যেই জম্মু-কাশ্মীরে একের পর এক এনকাউন্টার। বান্দিপোরা, কুপওয়ারার পর এবার বারামুলায় পুলিস ও যৌথবাহিনীর অভিযানে নিকেশ দুই জঙ্গি। গোয়েন্দা সূত্রে খবর মেলে, পানিপুরা ও সাগিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেইমতো সাগিপোরাতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় গুলির লড়াই। শুক্রবার ভোররাতে এনকাউন্টারে খতম করা হয় দুই জঙ্গিকে। তবে এখনও পর্যন্ত তাদের কোনও নির্দিষ্ট পরিচয় জানা যায়নি। সূত্রের খবর, এদের মধ্যে একজন পাকিস্তানের। এলাকায় আর কোনও জঙ্গি গা ঢাকা দিয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাত পর্যন্ত জারি রয়েছে তল্লাশি। 
এরই মধ্যে শুক্রবার দেহ মিলল কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে নিহত দুই ভিলেজ ডিফেন্স গার্ডের। বৃহস্পতিবারের এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ড্রোন, স্নিফার ডগ, হেলিকপ্টার দিয়ে চিরুনি তল্লাশি চালায় পুলিস, সেনা ও সিআরপিএফ। ঘন জঙ্গলের মধ্যে দীর্ঘক্ষণ খোঁজ চলতে থাকে। শেষমেশ এদিন কেশওয়ান বেল্টের কাছে একটি ছোটো নদীর ধারে তাঁদের দেহ মেলে। এই খুনের সঙ্গে জড়িত জঙ্গিদের খোঁজেও অভিযানে নেমেছে পুলিস ও সেনা। বৃহস্পতিবার জম্মু অঞ্চলের কিস্তওয়ারে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান নাজির আহমেদ ও কুলদীপ কুমার নামে দু’জন ভিলেজ ডিফেন্স গার্ড। তাঁদের বাড়ি থেকে অপহরণ করে গুলি চালিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, এই ধরনের হিংসা জম্মু-কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জানা গিয়েছে, এই হত্যার নেপথ্যে রয়েছে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের শাখা কাশ্মীর টাইগার্স। এদিকে, শ্রীনগরের টুরিস্ট রিসেপশন সেন্টার সংলগ্ন এলাকায় গত রবিবারের গ্রেনেড হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম উসামা ইয়াসিন শেখ, উমর ফায়াজ শেখ ও আফনান আহমেদ। আইজি ভি কে বিরধি জানান, ধৃতরা স্থানীয় বাসিন্দা। তারা গোপনে লস্কর-ই-তোইবা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখেছিল।
26d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা