দেশ

দিল্লিতে আজ ন্যায় যাত্রা শুরু কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আগামী বছরের প্রথম দিকে দিল্লিতে বিধানসভা ভোট। বৃহস্পতিবারই তার দামামা বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের কাজে যুক্ত অফিসারদের নিজের জেলা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিল্লির মুখ্যসচিবকে চিঠি দিল কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই বদলির কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। 
দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি। তাই একদিকে যেমন নির্বাচন কমিশন সক্রিয় হল, অন্যদিকে রাজনৈতিক দলগুলিও আরম্ভ করছে কর্মসূচি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আদলে দিল্লি প্রদেশ কংগ্রেস আজ ৮ নভেম্বর থেকে শুরু করছে দিল্লি ন্যায় যাত্রা। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দিল্লির ৭০টি বিধানসভা এলাকাতেই প্রদেশ নেতৃত্ব পদযাত্রা করবেন। আজ রাজঘাট থেকে ওই যাত্রার সূচনা করতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পদযাত্রায় কোনও একদিন রাহুল গান্ধীও যোগ দেবেন বলে সূত্রের খবর। 
এমনিতে বৃহত্তর বিজেপি বিরোধী জোটে রয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি। দিল্লিতেও বিজেপিকে আটকানোই উভয়ের লক্ষ্য। তবুও আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস-আপ যে যার মতো আলাদা লড়বে বলেই এখনও পর্যন্ত ঠিক করেছে। 
এদিকে আগামী সোমবার, ১১ নভেম্বর থেকে আপ শুরু করছে জেলা সম্মেলন। চলবে ২০ তারিখ পর্যন্ত। দিল্লিতে ১১টি জেলা রয়েছে। তার প্রতিটিতে দলের প্রায় এক লক্ষ বুথস্তরের কর্মীকে নির্বাচনী দাওয়াই দেবেন আপ নেতৃত্ব। অরবিন্দ কেজরিওয়াল যাঁদের মধ্যে অন্যতম। ২০ তারিখের পর থেকে ওই কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনবেন। জানতে চাইবেন এবার ভোটে তারা কী চায়।
25d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা