বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মহারাষ্ট্র ভোট: এনডিএর মধ্যেই দ্বন্দ্ব, ড্রাগের আতুঁড়ঘর শিবাজিনগরে নিশ্চিন্তে সমাজবাদী পার্টি

সমৃদ্ধ দত্ত, মুম্বই: ওই যে অগ্নিদগ্ধ ভগ্নস্তুপ, ওটা আসলে ছিল ওষুধের দোকান। পাবলিক পুড়িয়ে দিয়েছে কয়েক মাস আগে। ক্রুদ্ধ চোখে বললেন, সালিমুল্লা খান। 
কেন?
ওটা নামেই ওষুধের দোকান। আসলে তো ড্রাগের সাপ্লাইলাইন। এই গোটা এলাকা ওই একটা কারবারেই জানে। 
 কী হয়েছিল? 
ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে লোকাল ট্রেনে কুরলা। স্টেশনের বাইরে সারিবদ্ধ বাস কিংবা অটো। যে কোনও একটায় উঠে পড়তে হবে। ক্রমেই বাঁদিকে এবং ডানদিকে রাস্তা সরু হবে। অথবা পরিত্যক্ত কিছু কারখানা। মুম্বইয়ের বিখ্যাত একের পর এক চওল। সার দিয়ে। সাধারণ দোকানের মধ্যে সিংহভাগই গুমটি। পানমশলা, সিগারেট, চা বিস্কুট, বড়াপাও,  মোবাইল রিচার্জ। এত গুমটি দোকান কেন? ক্যাটারিং আর সামাজিক অনুষ্ঠানে টেন্ট ভাড়া দেওয়া সালিমুল্লা খান বলল, এসব হল লোক দেখানো। এখানে আসল কারবার ড্রাগ। এই হল শিবাজিনগর। মুম্বই ভোটে তাবৎ হাই প্রোফাইল আসন ছেড়ে শিবাজিনগর কেন আগ্রহের ভরকেন্দ্র? কারণ, এই একটি বিধানসভা কেন্দ্রই বুঝিয়ে দিয়েছে যে, এনডিএ জোটকে বাইরে থেকে দেখলে যতটা উজ্জ্বল মনে হচ্ছে, ভিতরটা আদতে কতটা ফাঁপা। এখানে ইন্ডিয়া জোটের প্রার্থী সমাজবাদী পার্টির বহুবারের বিধায়ক আবু আজমি। তাঁর বিরুদ্ধে তো এনডিএ জোটের একজন প্রার্থী থাকার কথা?  কিন্তু এনডিএ জোটের শরিকই প্রার্থী দিয়েছে। একনাথ সিন্ধের পার্টির প্রার্থী বুলেট পাতিল। এরকম নাম কেন? কারণ ২৭ বছর তিনি ছিলেন মুম্বই পুলিশের এক কর্মী। যে কোনও সঙ্কট সামলাতে তিনি মধ্যস্থতা করতেন। অপরাধীদের এনকাউন্টারের ভয়। অথবা আলোচনা করে সমাধান। বুলেট পাতিল সফল হতেন। আসল নাম সুরেশ পাতিল। এদিকে এনডিএ জোটের আর এক শরিক অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী নবাব মালিক। ঝামেলার সূত্রপাত এখান থেকেই। বিজেপি এবং একনাথ সিন্ধে জানিয়ে দিয়েছেন যে তারা নবাব মালিককে এনডিএ প্রার্থী মানে না। কেন? কারণ নবাবেরর সঙ্গে মুম্বই মাফিয়া সমাজের যোগসূত্র সর্বজনবিদিত। দাউদের অন্যতম প্রিয় পাত্র ছিলেন নবাব। সুতরাং শিবাজিনগরে একনাথ  সিন্ধে এবং বিজেপি একজোট হয়েছে, জোটেরই শরিক অজিত পাওয়ারের প্রার্থীকে হারাতে। সুতরাং সবথেকে নিশ্চিন্তে সমাজবাদী পার্টির প্রার্থী আবু আজমি। 
শিবাজিনগরের ইস্যু কী? ড্রাগ আর ক্রাইমের হাত ধরাধরি। সালিমুল্লা খান বললেন, আগস্ট মাসে কী হল জানেন? ওই দেখুন পোস্টার। উল্টোদিকের দোতলা বাড়ির বারান্দায় ঝোলানো জাস্টিস ফর আহমেদ। কে এই আহমেদ? ১৭ বছরের তরুণ। ১৬ বছরের তিন কিশোর আগস্ট মাসে আহমেদকে গুলি করে মারল। কেন? চারজনই আসলে ড্রাগ পেডলার। আর এসবের পিছনে হাফিজুল্লা খান ওরফে বুট্টু। আর তার বিবি মুর্শিদা। এদের ওষুধের দোকান অন্যতম ড্রাগের স্টোরেজ। তাদের নাকি ১৭ বছরের আহমেদ বলেছিল সে এই লাইন ছেড়ে দেবে। কিন্তু হাফিজুল্লা খবর পেয়েছে আহমেদ নাকি রশিদ গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। ড্রাগের সাপ্লাই ওখানে আজকাল বেশি যাচ্ছে। হাফিজুল্লার কৌশল হল এরকম কিশোরদের দিয়ে ড্রাগের সাপ্লাই। 
যোগীশ্বর তিওয়ারি ৫০ বছর আগে এসেছেন উত্তরপ্রদেশের প্রতাপগড় থেকে। ট্যাক্সিচালক। বললেন, শিবাজিনগর, ওয়াডেলা, মাহিম, ধারাভি সব অপরাধীদের আঁতুড়ঘর। শিবাজিনগর সম্পূর্ণ ডুবে গিয়েছে ড্রাগে। মাহিমে তৈরি হয় শার্প শুটার। আর ওয়াডেলায় আবার রিয়াল এস্টেটকে ঘিরে গ্যাং ওয়ার শুরু হয়েছে। আগে ছিল কংগ্রেস। পরে হল বিজেপি ও শিবসেনা। তারপর শারদ ভাউয়ের এনসিপি। এখন আবার এনসিপি ভেঙে দু টুকরো। শিবসেনাও। দু’টুকরো থ্যাকারে ফ্যামিলি। 
এবার মুম্বইয়ে দেখছি পরিবার লড়ছে পরিবারের বিরুদ্ধে। জোটের শরিকরা পরস্পরকে হারাতে উঠেপড়ে লেগেছে। এরকম কেন?
যোগীশ্বর তিওয়ারি বললেন, মুম্বইয়ের পলিটক্সে এখন ধান্দা। ধান্দে মে কোই কিসি কা ভাই নেহি। কোই কিসি কা দোস্ত নেহি। ভাই ভাই কে বিচ পেয়ার আতা হ্যায় তো গোলি মারতা হ্যায় কোই…। এসব তো পরিন্দা সিনেমার ডায়লগ হয়ে গেল? যোগেশ্বর হেসে বললেন, আজও যে ডায়লগ সত্যি! তাহলে কী হবে ফলাফল? ৫০ বছর ধরে মুম্বই ভোট, দাঙ্গা, বিস্ফোরণ, মাফিয়া দেখে দেখে নির্লিপ্ত যোগীশ্বর বলেন, একটা জোট ভেঙে যাবে!
কোনটা?
যোগীশ্বর তিওয়ারি বললেন, বুঝে নিন!  
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা