বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ফের জম্মু ও কাশ্মীরে সেনার এনকাউন্টার, নিকেশ জঙ্গি

শ্রীনগর, ৬ নভেম্বর: আজ, বুধবার রাইফেল ও বন্দুকের শব্দে ফের কেঁপে উঠল ভূ-স্বর্গ। সাতসকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গিদের বিরুদ্ধে এনকাউন্টারে নেমেছে সেনা। নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য মোতাবেক, কুপওয়ারার লোলাব এলাকায় যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে এনকাউন্টার। চলছে গুলি ও পাল্টা গুলির লড়াই।
সেনা সূত্রে খবর, কুপওয়ারার লোলাব এলাকায় এনকাউন্টারের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বান্দিপোরাতেও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আজ সকালে চিনার ক্রপের দেওয়া তথ্য অনুসারে, তল্লাশি অভিযান চলাকালীনই এক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে বাহিনী।
গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বান্দিপোরাতে এই অভিযান শুরু করেছিল সেনা। প্রসঙ্গত, গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে ফের মাথাচারা দিয়ে উঠেছে জঙ্গিরা। প্রায় নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলছে এনকাউন্টার। সম্প্রতি, ৩ নভেম্বর জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে রবিবারের বাজারেও হয় গ্রেনেড হামলা। যার জেরে প্রায় ১২ জন জখম হন। তার আগের দিন, শনিবার নিরাপত্তা বাহিনী এক জঙ্গিকে নিকেশ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে ভূ-স্বর্গে জঙ্গি হামলার ধরন বদলেছে। গড়ে উঠেছে একাধিক ছোট ছোট সংগঠন। যারা আন্দোলন, প্রতিরোধের নামে রক্তাক্ত করে চলেছে ভূ-স্বর্গের মাটি। তবে পাল্টা জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনীও।
 
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা