দেশ

পুজোয় টানা ছুটি পাবে প্রাথমিকের পড়ুয়ারা!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উঁচু ক্লাসের দাদা-দিদিরা পুজোর ছুটি পাচ্ছে টানা ২৫ দিন। অথচ প্রাথমিকের কচিকাঁচাদের স্কুল খুলে যাচ্ছে লক্ষ্মীপুজোর পরই। পরে কালীপুজো ও ভাইফোঁটার জন্য দিন তিনেকের ছুটি দেওয়া হচ্ছে তাদের। পুজোর ছুটির ক্ষেত্রে এই অসাম্যের অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই মাধ্যমিক স্তরের মতো প্রাথমিক স্কুলেও পড়ুয়াদের টানা পুজোর ছুটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সম্প্রতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি) এবং পর্ষদের বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গিয়েছে, গ্রীষ্মাবকাশ থেকে ছুটি কাটছাঁট করে পুজোয় বাড়তি ছুটি দেওয়া হতে পারে। এ ব্যাপারে ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই মতো শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনা করবে পর্ষদ। এছাড়া, পর্ষদ সভাপতি গৌতম পালের তরফে ডিপিএসসি চেয়ারম্যানদের মৌখিক নির্দেশে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের ইচ্ছেমতো যত্রতত্র বদলি করে দেওয়া যাবে না। বদলি নিয়ে ভূরি ভূরি অভিযোগ আসার কারণে এই নির্দেশ বলে জানা গিয়েছে।
মাধ্যমিকের সঙ্গে প্রাথমিকের ছুটির এই ফারাক নিয়ে পড়ুয়া, শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও ক্ষোভ রয়েছে। মাধ্যমিক স্তরে এবারও চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত টানা ছুটি রয়েছে। প্রাথমিক স্কুল খুলে যায় লক্ষ্মীপুজোর পরেই। বড়রা  বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে আর তাদের স্কুলে যেতে হচ্ছে—এ দৃশ্য কচিকাঁচাদের জন্য যথেষ্ট ‘পীড়াদায়ক’ও বটে! এই অসাম্যের কারণ কী? জানা গিয়েছে, ছোটদের গ্রীষ্মাবকাশ থাকে ১৯দিন (রবিবার বাদে)। বড়দের ক্ষেত্রে তা ১০ দিন (রবিবার বাদে)। ছোটদের গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেশি বলেই গ্রীষ্মাবকাশ বেশি দিন দেওয়া হয়। তারপরও প্রায় প্রতি বছর দেখা যায়, তাপপ্রবাহের কারণে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকে গ্রীষ্মাবকাশ ঘোষিত দিনের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেড়ে যাচ্ছে। তাই শিক্ষামহলের একাংশের দাবি, গ্রীষ্মাবকাশ ঘোষিতভাবেই বেশি দিনের রাখা হোক। ফলে অঘোষিত ছুটির সংখ্যা কমবে। পূজাবকাশের ক্ষেত্রে বরং ঘোষিত ছুটি কমিয়ে দেওয়া হোক। তাতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভারসাম্য রক্ষিত হবে। কিন্তু আদতে হতে চলেছে উল্টোটাই।
শিক্ষকদের স্বস্তি দেওয়ার মতো আরও একটি পদক্ষেপ করছে পর্ষদ। প্রায়শই শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করেন, তাঁদের জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বদলি করা হয়েছে। ছাত্র-শিক্ষক ভারসাম্য রক্ষায় বদলি করতে হলেও তা যাতে সার্কেলভিত্তিক বা মহকুমার মধ্যেই হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে ডিপিএসসি চেয়ারম্যানদের। অভিযোগ, অনেক সময় ব্যক্তিগতভাবে খারাপ সম্পর্কের জেরে ডিপিএসসি অফিসের রোষে পড়েন কিছু শিক্ষক। আবার ‘প্রভাবশালী’ ও তাঁদের প্রিয়পাত্ররা পেয়ে যান সুবিধাজনক বদলি। অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও বিরল নয়। এই প্রেক্ষিতে নিয়ম মেনে বদলি কার্যকর করার কঠোর নির্দেশ দিয়েছে পর্ষদ। এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের কোনও মতামত পাওয়া যায়নি। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা