দেশ

‘ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাকুন’, শাহ-বিরোধী মন্তব্যে কানাডাকে কড়া হুঁশিয়ারি ভারতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফৌজ পাঠিয়ে জমি দখল করেছে চীন। পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে। এই দুই দেশের সঙ্গে একাধিকবার যুদ্ধ পর্যন্ত হয়েছে ভারতের। নিত্য চলছে প্রক্সি ওয়ারও। অথচ এই দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংঘাতকালীন পরিস্থিতি ছাড়া এতটা তলানিতে কখনও আসেনি, যতটা অবনতি ঘটছে এখন কানাডার সঙ্গে। খালিস্তানি জঙ্গি ইস্যু তো ছিলই, এবার স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করেছে জাস্টিন ট্রুডোর দেশ। ফলে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক একপ্রকার খাদের কিনারায়। শনিবার কঠোরতম ভাষায় হুঁশিয়ারি দিল ভারতের বিদেশ মন্ত্রক—‘যেভাবে ভারতের বদনাম করা হচ্ছে, সেজন্য কানাডাকে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে ভারত সম্পর্কে। এখনও সময় আছে। কানাডা যেন নিজেদের নিয়ন্ত্রণ করে।’ কোনও পশ্চিমী দেশের সঙ্গে ভারতের এই স্তরের তিক্ততা আজ পর্যন্ত হয়নি। যে কোনও মুহূর্তে সব সূত্র বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তাতেই সবথেকে উদ্বেগে কানাডাবাসী ভারতীয়রা।
নিছক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তোপ দেগেই ক্ষান্ত থাকেনি বিদেশ মন্ত্রক। শুক্রবারই দিল্লিতে অবস্থিত কানাডা দূতাবাসের কর্তাদের ডেকে পাঠানো হয়েছিল। কূটনৈতিক প্রোটোকল মেনে তাঁদের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে ভারত। এদিন বিদেশ মন্ত্রক আরও বলেছে, ‘কানাডার ভাষ্য এবং বিবৃতি শুধু মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত নয়, ভারতের শত্রুদেশগুলির হাতে অস্ত্র তুলে দেওয়ার একটি সুগভীর চক্রান্ত। কানাডার জাস্টিন ট্রুডো সরকার আন্তর্জাতিক কূটনৈতিক প্রোটোকলের কোনও রীতি গ্রাহ্য করছে না। স্রেফ রাজনীতি করছে।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের অভিযোগ, ‘কানাডা সরকার সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমেরিকার সংবাদমাধ্যমে ভারত সম্পর্কে অপপ্রচার করেছেন। ভারতকে আন্তর্জাতিক মহলে অপবাদ দেওয়াই প্রকৃত লক্ষ্য। কানাডায় জাস্টিন ট্রুডো সরকারকে ভোটে জিততে হবে। আর সেই রাজনীতির বাধ্যবাধকতার কারণেই ভারত বিরোধী এই অবস্থান। আদতে কানাডাবাসীকেই বিভ্রান্ত করা হচ্ছে। এই অপচেষ্টা ভারত সহ্য করবে না। এই আচরণ কিন্তু ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে।’
কেন এই সরাসরি হুঁশিয়ারি? কারণ, সম্প্রতি কানাডার সংসদীয় কমিটির কাছে সাক্ষ্য দিতে গিয়ে বিস্ফোরক এক অভিযোগ করেছেন কানাডার উপ বিদেশমন্ত্রী ডেভিড মরিসন। বলেছেন, কানাডায় যে একের পর এক খালিস্তান সমর্থক কানাডিয়ান নাগরিককে হত্যা করা হচ্ছে, তার নেপথ্যে রয়েছে ভারত সরকার। ভারতের স্পাই এজেন্টরা এবং কিছু কন্ট্র্যাক্ট কিলার হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছে। এই খালিস্তানি খতম অভিযানের নির্দেশ দিয়েছেন স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত অক্টোবর মাসেই ভারতের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছিল কানাডা সরকার। কিন্তু ভারত কোনও পদক্ষেপ করেনি। তাই মার্কিন সংবাদপত্র ‘ওয়াশিংটন পোস্ট’-এ এই তথ্য ফাঁস করেছেন কানাডার উপ বিদেশমন্ত্রী!
একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এত বড় অভিযোগ আন্তর্জাতিক প্রোটোকলের পরিপন্থী। ভারত প্রবল ক্ষুব্ধ হলেও এতদিন প্রকাশ্যে কিছু বলেনি। এবার সরকারিভাবে মুখ খুলল নয়াদিল্লি। কানাডাকে রীতিমতো হুমকি দিল মারাত্মক পরিণতির! কী সেই মারাত্মক পরিণতি? তৈরি হয়েছে প্রবল জল্পনা। কারণ, কানাডাজুড়ে ছড়িয়ে রয়েছেন অভিবাসী অথবা ওয়ার্ক পারমিট কিংবা শিক্ষার জন্য যাওয়া ১২ লক্ষাধিক ভারতীয়। হাজার হাজার ভিসার আবেদন জমা পড়ে রোজ। তাঁদের কী হবে? 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা