দেশ

মৃত স্বামীর রক্তামাখা বেড মুছে দিতে হল অন্তঃসত্ত্বা মহিলাকে, বিতর্কে বিজেপি শাসিত মধ‌্যপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্র

ভোপাল: স্বাস্থ্যকেন্দ্রের বেডে ছটফট করতে করতে মারা গিয়েছেন স্বামী। শোকে বিহ্বল অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু এরপরও রেহাই মিলল না অসহায় সদ্য স্বামীহারা মহিলার। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বামীর রক্ত মাখা বেড পরিষ্কার করে দিতে হল তাঁকেই। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় এমনই অমানবিক ঘটনার অভিযোগ ঘিরে নিন্দার ঝড় উঠেছে। বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সেখানে এক টুকরো কাপড় দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বেড় পরিষ্কার করতে দেখা গিয়েছে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলাকে। তীব্র সমালোচনার মুখে সাফাই দিয়েছে স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ। তাদের দাবি, সংঘর্ষে জখম হয়ে ওই যুবক ভর্তি হয়েছিলেন। তারপর তাঁর মৃত্যু হয়। প্রমাণ হিসেবে স্বামীর রক্তের দাগ সংগ্রহ করে রাখতে চেয়েছিলেন ওই মহিলা।  স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক চন্দ্রশেখর টেকাম বলেন, ওই সময় হাসপাতালের সাফাইকর্মীরা উপস্থিত ছিলেন। কাজেই মহিলাকে দিয়ে বেড পরিষ্কার করানো হয়েছে, এই দাবি ঠিক নয়। 
 পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার আদিবাসী অধ্যূষিত দিন্দোরি জেলায় জমি বিবাদে সংঘর্ষ বেধে যায়। গুলিবিদ্ধ হন এক বৃদ্ধ ও তাঁর তিন ছেলে। ওই বৃদ্ধ ও তাঁর এক ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখম অন্য দুই ছেলে শিবরাজ ও রামরাজকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শিবরাজের মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, শিবরাজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিয়ে রক্তাক্ত ওই বেড পরিষ্কার করানো হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় গাদাসারাই থানায় সাতজনের বিরুদ্ধে খুন সহ আর বেশ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। কয়েকজনকে হেফাজতেও নিয়েছে পুলিস। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা