দেশ

লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে আমেরিকা থেকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু

মুম্বই: এবার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চলছিল। পুলিসের সন্দেহ, সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার নেপথ্যে ছিল এই আনমোল। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তালিকাতেও তাকে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে ঘোষণা করা হয়। মাথার দাম ধার্য করা হয় ১০ লক্ষ টাকা। তদন্তে নেমে সম্প্রতি জানা যায়, আমেরিকায় ঘাঁটি গেড়েছে আনমোল। সেইমতো শনিবার তাকে আমেরিকা থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
মহারাষ্ট্রের এক বিশেষ আদালত আনমোলের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিস সূত্রে খবর, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতের কয়েকটি কাগজপত্র আসা এখনও বাকি রয়েছে। তারপর কেন্দ্রীয় সরকারকে একটি প্রস্তাব পাঠানো হবে এবং আনমোলকে দেশে ফেরানোর বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শুরুর দিকে বিদেশে তার খোঁজে একটি রেড কর্নার নোটিস জারি করা হয়েছিল। প্রথমে অনুমান করা হয়েছিল কানাডায় রয়েছে আনমোল। পরে আমেরিকার কাছ থেকে তার উপস্থিতির তথ্য পেয়ে শুরু হয়েছে দেশে ফেরানোর প্রক্রিয়া।  
সিধু মুসেওয়ালা থেকে বাবা সিদ্দিকিকে খুন কিংবা সলমন খানকে প্রাণে মারার হুমকি। একের পর এক ঘটনায় সংবাদ শিরোনামে উঠে আসে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। 
সূত্রের খবর, দাদার অবর্তমানে বিভিন্ন অপারেশনের নেপথ্যে রয়েছে এই আনমোলই। বিশেষ করে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকে আনমোলের খোঁজে তল্লাশি শুরু হয়। শেষমেশ আমেরিকায় তার গতিবিধির খবর পাওয়া যায়। 
আনমোল বিষ্ণোই।-ফাইল চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা