দেশ

সিন্ধে-সেনার প্রার্থী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জের, ক্ষমা চাইলেন উদ্ধব গোষ্ঠীর এমপি

মুম্বই: একনাথ সিন্ধেপন্থী শিবসেনার প্রার্থী তথা ফ্যাশন ডিজাইনার সাইনা নানা চূড়াসামাকে নিয়ে মন্তব্য বিতর্কে ক্ষমা চাইলেন উদ্ধব শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। শনিবার তিনি বলেছেন, ‘কাউকে অপমান করার উদ্দেশ্য আমার ছিল না। আমার কথায় কেউ আঘাত পেলে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। ৫৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনওদিন মহিলাদের অপমান করিনি।’ একইসঙ্গে তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাঁর মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। আমি কারও নাম নিয়েও কিছু বলিনি।’ যদিও এই মন্তব্যের পাল্টা সাইনা বলেছেন, ‘ক্ষমা চাওয়ার কোনও দরকার নেই। আমার পরিবার তিন প্রজন্ম ধরে দক্ষিণ মুম্বইয়ে কর্মরত। অরবিন্দ সাওয়ন্তের জন্য আমি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রচারও করেছি। তখন আমি বোন ছিলাম। এখন ইমপোর্টেড মাল হয়ে গিয়েছি।’
 যদিও অরবিন্দের ক্ষমা প্রার্থনার পরেও এই নিয়ে ভোটমুখী মহারাষ্ট্রে রাজনৈতিক তরজা থামার লক্ষণ নেই। তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি দাবি করেন, বালাসাহেব থ্যাকারে বেঁচে থাকলে অরবিন্দের মুখ ভেঙে দিতেন। অন্যদিকে, দলের সাংসদের পাশে দাঁড়িয়ে শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত সাফ বলেছেন,  অরবিন্দ ভুল কিছু বলেননি। তাঁর যুক্তি, ‘সাইনাকে কোনও অপমান করা হয়নি। উনি মুম্বাদেবীর বাসিন্দা নন। বাইরে থেকে এসে প্রার্থী হয়েছেন। যদিও ওঁকে ‘ইমপোর্টেড’ বলা হয়, তাহলে সেটা তো সত্য।’ এই প্রসঙ্গে সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীকে বিজেপির আক্রমণের প্রসঙ্গও টেনে এনে গেরুয়া শিবিরের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি। 
সম্প্রতি বিজেপি ছেড়ে শরিক দল সিন্ধে-সেনায় যোগ দেন সাইনা। তারপরই তাঁকে আসন্ন বিধানসভা ভোটে মুম্বাদেবী আসনে টিকিট দেয় সিন্ধের দল। শাসক জোটের অন্দরে এই বিচিত্র সমঝোতা নিয়ে ভোটের প্রচারে তীব্র কটাক্ষ করেন অরবিন্দ। তিনি সাইনাকে ‘ইমপোর্টেড মাল’ বলে কটাক্ষ করেন। উদ্ধব থ্যাকারের এই সাংসদ বলেন, এখানে আমদানি করা জিনিস চলে না। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে নাগপাড়া থানায় অভিযোগ দায়ের মুম্বাদেবীর সিন্ধে-সেনা প্রার্থী সাইনা। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা