দেশ

বান্ধবগড়ে ৩ হাতির হানায় মৃত ২

ভোপাল: ১০ সঙ্গী প্রাণ হারিয়েছে। তারপর থেকেই লোকালয়ে ঢুকে বেশ কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছিল তিনটি হাতির দল। এবার তাদের হামলায় মৃত্যু হল দুই নিরীহ গ্রামবাসীর। জখম আরও একজন। মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প এলাকার কাছে এই ঘটনা ঘটে। বনদপ্তরের ধারণা, ওই পালে ১৩টি হাতি ছিল। ১০টি আগেই মারা গিয়েছে। এখন তিনটি হাতিই লোকালয়ে ঢুকে বদলা নিচ্ছে। 
বিষাক্ত কিছু খেয়ে ফেলার কারণে গত ২৯ অক্টোবর চার হাতি প্রাণ হারায়। তারপর ৩০ অক্টোবর আরও চারটি এবং ৩১ অক্টোবর আরও দু’টি প্রাণ হারায়। তারপর থেকেই ওই তিনটি হাতি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। শনিবার দেবরা গ্রামে ৫০ বছরের রামরতন যাদব ওই হাতিদের হামলায় প্রাণ হারান। তারপর ব্রাহে গ্রামে ভৈরব কোল (৩৫) নামে আর একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।  পরে বাঙ্কা গ্রামে মালু সাহু নামে একজন হাতির হামলার কবলে পড়েন।  তবে বরাতজোরে তিনি বেঁচে যান। 
বনদপ্তরের এক কর্মী বলেন, মনে করা হচ্ছে প্রতিশোধ নিতেই ওই তিন হাতি এভাবে হামলা চালাচ্ছে। কারণ হাতিগুলির গতিবিধি বর্তমানে জেলার ১৫ কিলোমিটারের মধ্যে ওই তিন হাতি ঘোরাফেরা করছে। তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা