দেশ

জঙ্গিদের খতম না করে গ্রেপ্তার করা উচিত, ফারুকের মন্তব্য ঘিরে বিতর্ক

শ্রীনগর ও নয়াদিল্লি: একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। এধরনের ঘটনায় কি ‘রহস্যে’র গন্ধ পাচ্ছেন ফারুক আবদুল্লা? শনিবার ন্যাশনাল কনফারেন্সের (এনসি) প্রবীণ নেতার মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। এদিন তিনি বলেন, ‘তদন্ত হওয়া উচিত। নতুন সরকার (এনসির নেতৃত্বাধীন) ক্ষমতার আসার পরপরই কীভাবে এসব ঘটতে শুরু করল? আমার সন্দেহ, নির্বাচিত নতুন সরকারকে অস্থির করার চেষ্টা থেকেই কি কেউ কেউ এসব কাজ করছে? ওরা (জঙ্গিরা) যদি ধরা পড়ে, তাহলে নেপথ্যে কারা রয়েছে আমরা তা জানতে পারব। জঙ্গিদের খতম করা উচিত নয়। ওদের ধরে জানতে চাওয়া উচিত নেপথ্যে কে। ওমর আবদুল্লাকে (মুখ্যমন্ত্রী) অস্থিরতার মুখে ফেলতে কোনও এজেন্সি কাজ করছে কি না, তা খতিয়ে দেখা উচিত আমাদের।’ আবদুল্লার এই মন্তব্য সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রে রে করে মাঠে নেমে পড়েছে বিজেপি। যদিও আবদুল্লার পাশে দাঁড়িয়েছেন মহারাষ্ট্রের প্রবীণ নেতা শারদ পাওয়ার। 
ফারুক আবদুল্লা ‘ষড়যন্ত্রে’র ইঙ্গিত ও জঙ্গিদের খতম না করে গ্রেপ্তারের দাবি তোলায় তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা কবীন্দর গুপ্তা বলেন, ‘দায়িত্বজ্ঞান সম্পন্ন কোনও মানুষের এধরনের মন্তব্য করা উচিত নয়। এজেন্সিগুলির চেষ্টাতেই জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরেছে। ওমর আবদুল্লার সরকারকে অস্থির করে তোলার কথা কেউ বলছে না। বাইরের শক্তিগুলি বহুবারই এরকম চেষ্টা চালিয়ে এসেছে। কিন্তু নিরাপত্তা বাহিনীগুলির প্রচেষ্টাতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন পদক্ষেপের নীতি কার্যকর করা গিয়েছে। ফারুক আবদুল্লার এধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত নয়।’ বিজেপির প্রদেশ সভাপতি রবীন্দর রায়না বলেন, ‘সন্ত্রাসবাদ যে পাকিস্তান থেকে আসছে, ফারুক আবদুল্লা তা ভালোই জানেন। এতে তদন্তের কী আছে?’
যদিও শারদ পাওয়ার  বলেছেন, ‘ফারুক প্রবীণ নেতা। তাঁর সততা ও নিষ্ঠা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তাঁর মতো একজন প্রবীণ নেতা যখন একথা বলছেন তখন কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত। পরিস্থিতি স্বাভাবিক করে তোলার লক্ষ্যে কাজ করা উচিত।’ এই ইস্যুতে বিজেপিকে তোপ দেগেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। জম্মু ও কাশ্মীরের আইন-শৃঙ্খলা ইস্যুতে কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। ওয়াইসির তোপ, ‘জম্মু ও কাশ্মীরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব লেফটেন্যান্ট গভর্নরের। জঙ্গি হামলার হয়ে থাকলে ব্যর্থতার দায় বিজেপির নেওয়া উচিত। আমিও বলছি জঙ্গিরা পাকিস্তান থেকে আসছে। কিন্তু তোমরা (কেন্দ্রীয় সরকার) কেন আটকাচ্ছ না? মোদি সরকার কী করছে? জঙ্গিদের ঠেকানো, তাদের গ্রেপ্তার করার দায়িত্ব সরকারের। এটা মোদি সরকারের ব্যর্থতা।’ 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা