দেশ

৩৬ জন বিদ্রোহী প্রার্থী, মহারাষ্ট্রে আতঙ্কে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এতদিন মনে করা হচ্ছিল প্রতিপক্ষ মহাজোট ‘ইন্ডিয়া’। তাদের পরাস্ত করলেই সরকার গঠন নিশ্চিত। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বিজেপির শীর্ষ কর্তাদের রীতিমতো মাথায় হাত। দেখা যাচ্ছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব থ্যাকারে) এবং এনসিপির (শারদ পাওয়ার) জোট প্রার্থীদের পরাস্ত করাই একমাত্র লক্ষ্য থাকছে না। এনডিএর প্রতিপক্ষ আসলে দ্বিমুখী। কাঁপুনি ধরিয়ে দিয়েছে ঘরের বিদ্রোহীরাই। মহারাষ্ট্রের নির্বাচনী ময়দানে বিজেপি, একনাথ সিন্ধের শিবসেনা কিংবা অজিত পাওয়ারের এনসিপি থেকে কাঙ্ক্ষিত প্রার্থিপদ না পাওয়ায় এনডিএর এই তিন শরিক দলের নেতা-মন্ত্রীদের অনেকেই বিদ্রোহ ঘোষণা করেছেন। আসন্ন বিধানসভা ভোটে তাঁরা নিজেরাই প্রার্থী! নজর করার মতো বিষয় হল, এই তালিকার অনেকেই কিন্তু যথেষ্ট প্রভাবশালী। বিদ্রোহী প্রার্থীর সমস্যা ‘ইন্ডিয়া’তেও রয়েছে। কিন্তু এনডিএর তুলনায় নগণ্যই বলা চলে। মহারাষ্ট্রের ২৮৮ আসনের লড়াইয়ে দুই জোটের মোট ৫০ জন বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে এনডিএ’রই ৩৬ জন। আবার এই ৩৬ জনের মধ্যেও অর্ধেকের বেশি বিজেপির। অর্থাৎ যাঁরা বিজেপি প্রার্থী হতে চেয়েছিলেন। টিকিট না পেয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। কিন্তু সঙ্কট এখানেই যে শেষ হচ্ছে, এমনটা নয়। বেশ কিছু কেন্দ্রে এনডিএ শরিকরাই পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছেন। কারণ, আসন সমঝোতা হয়নি। যেমন, কুরলা, দক্ষিণ সোলাপুর পারান্ডা, সাঙ্গোলা, পান্ধারপুর। এসব কেন্দ্রে এনডিএ শরিকরাই একে অপরের প্রতিপক্ষ। 
মোদি বাহিনী উদ্বেগের প্রধান কারণ কী? ৩৬ জন বিদ্রোহী প্রার্থীর লক্ষ্য কিন্তু নিজেদের জয় নয়। তাঁদের প্রধান উদ্দেশ্য, এনডিএ প্রার্থীর হার নিশ্চিত করা। এই সবক’টি আসনেই ‘ইন্ডিয়া’ প্রার্থীরা সুবিধাজনক অবস্থায়। তাঁরা নিশ্চিত, তাঁদের বিরোধী ভোট এই আসনগুলিতে বিজেপির জোট এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই ভাগ হবে। বিজেপির কাছে ভয়ের বার্তা হল, ‘সেকেন্ড ইন কমান্ড’ অমিত শাহের ব্যক্তিগত অনুরোধেও লাভ হয়নি। বরফ গলেনি বিদ্রোহীদের। স্বয়ং বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘কিছু আসনে জোট শরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। আমরা চেষ্টা করেছি সমস্যা সমাধানের। সর্বত্র ঐকমত্য আসেনি।’ অর্থাৎ, সেখানে লড়াই নিজেদের মধ্যে। মহারাষ্ট্রে মোদির জোটে ভাঙন ভোটের আগেই। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা