দেশ

চালুর পর দ্বিতীয় সর্বাধিক, অক্টোবরে জিএসটি আদায় বাড়ল ৯ শতাংশ
 

নয়াদিল্লি: উৎসবের মরশুমে প্রাণের সঞ্চার ম্রিয়মান ভারতীয় বাজারে। যার প্রতিফলন দেখা গেল জিএসটি আদায়ে। শুক্রবার অর্থমন্ত্রক জানিয়েছে, অক্টোবরে সংগ্রহের পরিমাণ ১ লক্ষ ৮৭ হাজার ৩৪৬ কোটি টাকা। যা জিএসটি চালু হওয়ার পর থেকে দ্বিতীয় সর্বাধিক। আর গত বছরের অক্টোবরের তুলনায় আদায় বেড়েছে ১৫ হাজার কোটি টাকা। প্রায় ৯ শতাংশ। উৎসবের কারণে দেশে ভালো বিক্রিবাটা এবং করফাঁকি রুখে দেওয়ার কারণে এই সাফল্য বলে মনে করা হচ্ছে। সরকারি তথ্য বলছে, গত মাসে কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ ৩৩ হাজার ৮২১ কোটি টাকা। তাছাড়া রাজ্য জিএসটি এবং আইজিএসটির অঙ্ক দাঁড়িয়েছে যথাক্রমে ৪১ হাজার ৮৬৪ কোটি ও ৯৯ হাজার ১১১ কোটিতে। এর সঙ্গে সেস বাবদ ১২ হাজার ৫৫০ কোটি টাকা আয় হয়েছে সরকারের। ২০২৪ সালের এপ্রিলে জিএসটি সংগ্রহ ২ লক্ষ ১০ হাজার কোটি টাকা টপকে গিয়েছিল। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। আর এই অক্টোবরে যা আদায় হয়েছে তা গত ছ’মাসের মধ্যে সর্বাধিক ও এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বাধিক।
গত মাসে ঘরোয়া লেনদেন থেকে জিএসটি আদায় ১০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার কোটি টাকা। অন্যদিকে, আমদানিকৃত পণ্য ও পরিষেবা থেকে প্রাপ্ত কর বাবদ সরকারি কোষাগারে ঢুকেছে ৪৫ হাজার ৯৬ কোটি টাকা। যা প্রায় ৪ শতাংশ বেশি। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার ১০ শতাংশ বা তার বেশি। অন্যদিকে হ্রাস পেয়েছে হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড় ও নাগাল্যান্ডের মতো রাজ্যে।  
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৬.১২ টাকা১০৯.৮৭ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা