দেশ

সঙ্গোপনে ৪ দিন ভারতে কাটিয়ে গেলেন ব্রিটেনের রাজা ও রানি

বেঙ্গালুরু: ভারতে এলেন। চারদিন থাকলেন ব্রিটেনের রাজা-রানি। কিন্তু, সবটাই হল সঙ্গোপনে। কাকপক্ষীও টের পেল না। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামেলিয়া অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে গিয়েছিলেন। সেখান থেকেই সরাসরি ব্রিটিশ রাজ পরিবারের দুই প্রধান বেঙ্গালুরুতে নামেন। বিমানবন্দর থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তাঁদের হোয়াইট ফিল্ডের সুকিয়া হোলিস্টিক হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই চারদিন ধরে ‘সুস্থতার জন্য’ বিভিন্ন প্রক্রিয়া ও চিকিৎসায় অংশ নিয়েছিলেন ব্রিটেনের রাজা। বুধবারই তাঁরা ফিরে গিয়েছেন। সূত্রের তরফে এমনই খবর মিলেছে। জানা গিয়েছে, রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত। তাঁকে বিশ্রাম নিতে, সার্বিক শারীরিক উন্নতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছিল মেডিক্যাল টিম। এই চারদিন অনেকটা সময় যোগাভ্যাস, ব্যায়াম, শ্বাসের বিভিন্ন অনুশীলন, ধ্যান করেছেন চার্লস। এছাড়া, আয়ুর্বেদ, ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি চিকিৎসাও হয়েছে ব্রিটেনের রাজার। রাজ পরিবারের প্রথা মাফিক খাওয়া-দাওয়া ছেড়ে এই ক’দিন তিনি দক্ষিণী বিভিন্ন আহার গ্রহণ করেছেন বলে খবর। এরমধ্যে ছিল সব্জি দিয়ে তৈরি স্যুপ, স্যালাড, রাগি দিয়ে তৈরি বিভিন্ন স্ন্যাক্স। সুকিয়ার অর্গানিক ফার্মে তৈরি খাবারও খেয়েছেন। ব্রিটেনে ফিরলেও এই মেনুই থাকবে রাজার প্লেটে। আরও জানা গিয়েছে, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও মেডিক্যাল ডিরেক্টর হলেন ডাঃ আইজ্যাক মাথাই। তিনি রাজপরিবারের অন্যতম চিকিৎসক। সেই সূত্রে নিয়মিত রাজা-রানির সঙ্গে চিকিৎসা সংক্রান্ত আলোচনা করেন। তথ্যাভিজ্ঞ মহলের মতে, ২০১৯ সালে প্রথমবার এখানে এসেছিলেন চার্লস। তখন তিনি অবশ্য রাজা ছিলেন না। সেই সফরের পাঁচ বছরের মাথায় ফের এলেন তিনি। সেই হিসেবে রাজ্যাভিষেকের পর এই প্রথম ভারতে এলেন চার্লস। 
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

লাগাতার প্রচেষ্টার পর কর্মে অগ্রগতি। বিশেষ কোনও ক্ষেত্র থেকে বড় বরাত প্রাপ্তির যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা