দেশ

মহারাষ্ট্রে ভোট: নবাবকে নিয়ে অস্বস্তি ঢাকতে মরিয়া বিজেপি

মুম্বই: শিয়রে বিধানসভা নির্বাচন। মনোনয়ন পর্বও শেষ। কিন্তু, বিজেপির গলায় কাঁটার মতো বিঁধে রয়েছেন এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) প্রার্থী নবাব মালিক। বরাবরই তাঁকে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে সমালোচনা করেছে গেরুয়া শিবির। কিন্তু, ভোটের আগে সেই নবাবকেই নাটকীয়ভাবে প্রার্থী জোট শরিক এনসিপি। এজন্য বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। সবমিলিয়ে সার্বিকভাবে ল্যাজেগোবরে অবস্থা। কুল রাখি না মান—সেই দ্বিধাদ্বন্দে জেরবার গেরুয়া শিবির। ড্যামেজ কন্ট্রোলে নয়া কৌশল নিয়েছে তারা। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, অন্যান্য জায়গায় জোট শরিকদের জন্য ভোট চাওয়া হলেও নবাবের ক্ষেত্রে কোনও প্রচারে তারা থাকবে না। তবে অনুশক্তি নগর থেকে প্রার্থী হয়েছেন নবাবের ছোট মেয়ে সানা মালিক। তাঁর জন্য কোনও ছূতমার্গ রাখছে না বিজেপি। শরিক এনসিপির এই প্রার্থীর জন্য প্রচারে নামবে তারা।
এদিকে, ভোটের আবহে নয়া দাবি করেছেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ থ্যাকারে। তিনি জানিয়েছেন, বিজেপি থেকেই কেউ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এবং সেই সরকারে অংশ হবে তাঁর দল। রাজের এই দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ সিন্ধে তাঁর দাবি ছাড়তে নারাজ। এরইমধ্যে রাজের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা সিন্ধে শিবিরকে ক্ষুন্ন করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরইমধ্যে উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, মাহিম আসনে বিজেপি এমএনএস প্রধানের ছেলে অমিত থ্যাকারেকেই সমর্থন করতে চায়। যদিও ওই আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে সিন্ধের সেনা। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে আসন সমঝোতা নিয়ে বিজেপির সঙ্গে কম আকচাআকচি হয়নি শরিক এনসিপি ও শিবসেনার। এরইমধ্যে রাজ থ্যাকারে ও বিজেপির সমীকরণ জোটের অন্দরে কী ধরনের প্রভাব ফেলে সেটাই এখন দেখার।   
10d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা