দেশ

লন্ডনের ভল্ট থেকে দেশে এল ১০২ টন সোনা, রিজার্ভ ব্যাঙ্কের গোপন মিশন

নয়াদিল্লি: ধনতেরসের আগে গোপন মিশন রিজার্ভ ব্যাঙ্কের। বিদেশের ভল্টে পড়ে থাকা ১০২ টন সোনা নিয়ে আসা হল দেশের মাটিতে। সম্প্রতি কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা পর্বটি সমাধা করা হয়েছে। আর সেই খবর প্রকাশ করা হল ধনতেরসে, যেদিন দেশবাসীর মধ্যে সোনা কেনার ধুম পড়ে যায়। 
জানা গিয়েছে, ব্যাঙ্ক অব ইংল্যান্ডের ভল্টে রাখা ছিল ভারতের ওই বিপুল সোনা। সেগুলি স্থানান্তরের খবর যাতে কাকপক্ষীও জানতে না পারে, তা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমানে এদেশের গোপন সুরক্ষিত স্থানে রাখা হয়েছে ওই সোনা।
গত সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত আরবিআইয়ের হেফাজতে গচ্ছিত সোনার পরিমাণ ৮৫৫ টন। এর মধ্যে ৫১০.৫ টনই রয়েছে দেশের মাটিতে। গত কয়েক বছর ধরেই বিদেশে ব্যাঙ্কের ভল্ট থেকে বেশি মাত্রায় সোনা দেশে ফিরিয়ে আনার প্রবণতা দেখা যাচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে হিসেব করলে যার মোট পরিমাণ ২১৪ টন। গত মে মাসেও ১০০ টন সোনা ব্রিটেন থেকে আনা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বিদেশ থেকে সোনা নিয়ে আসার কারণ কী? আধিকারিকদের মতে, সাম্প্রতিক সময়ে বিশ্ব ভূ-রাজনীতিতে চূড়ান্ত অস্থিরতা দেখা দিয়েছে। ফলে সঞ্চিত সম্পদ দেশের মধ্যে রাখাই বেশি জরুরি বলে মনে করছে নয়াদিল্লি।
6d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা