দেশ

জম্মু-কাশ্মীর নিয়ে কোনও কথাই নেই, হরিয়ানার ট্রেন্ড বদলাতেই রিল্যাক্স বিজেপি নেতারা, উৎসবে শামিল সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে যেন বিধানসভা নির্বাচনই হয়নি! মঙ্গলবার জম্মু-কাশ্মীরের নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ উঠলেই আলোচনা হরিয়ানার দিকে টেনে নিয়ে গিয়েছেন দিল্লির বিজেপি নেতারা। হরিয়ানা বিধানসভা ভোটে যেদিন বাজিমাত করছে বিজেপি, সেদিন জম্মু-কাশ্মীরের ফলাফল গেরুয়া শিবিরের কাছে একটি কালো অধ্যায় ছাড়া কিছু নয়। অন্তত মঙ্গলবার দিনভর দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের শরীরী ভাষা তারই ইঙ্গিত দিচ্ছে। 
হরিয়ানা নিয়ে এদিন সকালেও অবশ্য খুব একটা নিশ্চিত ছিল না বিজেপি। বেলা বাড়তেই নির্বাচনী ফলাফলের ট্রেন্ড যখন পাল্টাতে শুরু করল, হাঁফ ছাড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দলের পার্টি অফিসেই খোলামেলা আড্ডায় মাতলেন সুধাংশু ত্রিবেদী, অনিল বালুনি, সঞ্জয় ময়ূখের মতো নেতারা। তাঁদের এহেন ‘রিল্যাক্স’ হয়ে পড়াই বুঝিয়ে দিচ্ছিল, বিশেষত কৃষক আন্দোলন, অগ্নিবীর প্রকল্প বিরোধিতা এবং কুস্তিগীরদের একটি বড় অংশের বিরোধ—সবমিলিয়ে হরিয়ানা নিয়ে ঠিক কতটা চাপে ছিল বিজেপি। 
সকালের ট্রেন্ডে থমকে ছিলেন বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা, আবির, আতশবাজি নিয়ে হাজির হওয়া দলের কর্মী-সমর্থকরাও। পরবর্তী ক্ষেত্রে ট্রেন্ড আরও স্পষ্ট হতে যখন বোঝা যায়, হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে বিজেপিই, উচ্ছ্বাসে মাতেন তাঁরা। মোদির নামে জয়ধ্বনি ওঠে। এরই মধ্যে বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন বলেন, জম্মু-কাশ্মীর হোক কিংবা হরিয়ানা— কংগ্রেসের বোঝার সময় এসেছে যে তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। ওই দলের কোমর ভেঙে গিয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা