দেশ

যন্তর মন্তরে মেলেনি অনুমতি, লাদাখ ভবনে অনশন শুরু সোনম ওয়াংচুকের

নয়াদিল্লি: চেষ্টা করেও রাজধানীর যন্তর মন্তরে প্রতিবাদ প্রদর্শনের অনুমতি মেলেনি। তবে দাবি পূরণের লক্ষ্যে অনড় রিয়েল লাইফের ‘র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক। পৃথক রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এবার তাই লাদাখ ভবনেই অনশনে বসলেন তিনি। রবিবার এনিয়ে পরিবেশকর্মী ওয়াংচুক জানান, অনেক চেষ্টা করেও যন্তর মন্তরে তাঁদের কর্মসূচির অনুমতি মেলেনি। শেষপর্যন্ত বাধ্য হয়ে তাঁদের লাদাখ ভবনের সামনে বসতে হয়েছে।   
এদিন ওয়াংচুক সহ প্রায় ১৮ জন লাদাখ ভবনের গেটের কাছে অনশনে বসেন। ‘সেভ লাদাখ, সেভ হিমালয়’, ‘জয় লাদাখ’ সহ নানা স্লোগান ওঠে সেই বিক্ষোভস্থল থেকে। এনিয়ে ওয়াংচুকের বক্তব্য, ‘শেষমেশ আজ সকালেই চিঠি পৌঁছেছে। যন্তরে মন্তরে প্রতিবাদ প্রদর্শনের জন্য আমাদের অনুমতি দেওয়া হয়নি। আবারও আমরা বঞ্চিত হলাম। আবারও প্রত্যখান আর হতাশা।’ উল্লেখ্য, মাসখানেক আগে ওয়াংচুকের নেতৃত্বে লে থেকে ‘দিল্লি চলো’ পদযাত্রা শুরু হয়। কিন্তু পরে দিল্লির সিঙ্ঘু সীমানায় তাঁকে আটক করা হয়। ঘটনার প্রতিবাদে ক্ষোভপ্রকাশ করেন লাদাখবাসী। মোদি সরকারকে ধিক্কার জানিয়ে স্লোগানও দেন তাঁরা। পরে বিষয়টি নিয়ে সরব হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনাটিকে ‘অমার্জনীয়’ হিসেবে ব্যাখ্যা করেন তিনি।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা