দেশ

ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা, জলের মধ্যেই জরুরি অবতরণ করল ভারতীয় বায়ু সেনার কপ্টার

পাটনা, ২ অক্টোবর: বড়সড় বিপদের থেকে কোনওক্রমে রক্ষা। বরাতজোরে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভারতীয় বায়ু সেনার একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে বিপত্তির মধ্যে পড়ে খোদ হেলিকপ্টারটিই। তবে চালকের উপস্থিত বুদ্ধির জোরে কোনও বড় বিপদ ঘটেনি। কোনওক্রমে রক্ষা পেয়েছে হেলিকপ্টারে থাকা সমস্ত কর্মীরাই।
বুধবার বিহারের মুজাফফরপুরে ত্রাণ দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই কপ্টারটি। বর্তমানে বন্যায় বিধ্বস্ত বিহারের একাধিক অংশ। জানা গিয়েছে, জলের কাছাকাছি নেমে ত্রাণ বিলি করার সময় হঠাৎ করেই হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে সেটি গোত্তা খেয়ে জলের মধ্যে গিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় বুক সমান জলেই জরুরি অবতরণে বাধ্য হয় সেনার ওই কপ্টারটি। তবে চালক উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে একটি ফাঁকা জায়গায় জলের মধ্যেই হেলিকপ্টারটিকে নামিয়ে দেয়। এর অন্যথা হলে একাধিক প্রাণহানি হতে পারত। সেনার এক আধিকারিক জানিয়েছেন, ত্রাণবিলি প্রায় শেষ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। কপ্টারের মধ্যে থাকা পাইলট ও অন্য কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা প্রত্যকেই শারীরিক ভাবে অক্ষত রয়েছেন।
প্রসঙ্গত, বর্তমানে ব্যাপক বন্যায় বিধ্বস্ত বিহার। ডুবে গিয়েছে প্রায় ২৭০টিরও বেশি গ্রাম। ১৯টি জেলা বন্যা কবলিত হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। এই দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বায়ু সেনার চপারে করে। পাশাপাশি, প্রশাসনের তরফেও টানা উদ্ধারকাজ চালানো হচ্ছে।  
9d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা